জগন্নাথপুর প্রতিনিধিঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১৯ জুন বুধবার আবদুস সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও ম্যানিজিং কমিটির সভাপতি এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ছালিক এম সোবহান এর সভাপতিত্বে ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য কবির উদ্দিনের পরিচালনায় অভিভাবক গণের পক্ষ থেকে ডা. আশরাফ আলীর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ও অভিভাবক শিপ্রা রাণী দাসের গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রত্যক অভিভাবকগণ শিক্ষার সুন্দর পরিবেশ সৃষ্টির জন্য ও শিক্ষার গুণগতমান বৃদ্ধির লক্ষে তাদের মতামত প্রকাশ করেন। এতে আরো বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ হুসবান্নুর, অত্র বিদ্যালয়ের পিটিএ কমিটির সভাপতি আবুল কাশেম, সদস্য শেখরুল ইসলাম সোহাগ প্রমূখ। এ সময় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০১৯/ইকবাল