অং মারমা,বান্দরবান জেলা প্রতিনিধিঃ
বান্দরবান জেলা সদর থেকে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস রুমা যাবার পথে চিম্বুক-রুমা সড়কের ওয়াই জনশন এলাকায় ১২ মাইল নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পাহাড়ের গভীর খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই গাড়িতে থাকা ওবাদুল্লাহ নামে একজন মারাগেছে। এ ঘটনায় আরো ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।খবর পেয়ে বান্দরবানে ফায়ার সার্ভিসের কর্মী এবং স্থানীয় পাহাড়িরা ঘটনাস্থলে ছুটে গিয়ে হতাহতদের উদ্ধার করে। পরে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন- সৈনিক হালিম, সৈনিক আরিফ, সার্জেন কামাল, কর্পোরাল ফারুক, সিভিল ইঞ্জিনিয়ার মাসুদ, চালক রিটু, হেলপাড় তপন।ঘটনার সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আলী আকবর বলেন, রুমা যাবার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের নিচে গভীর খাদে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০১৯/ইকবাল