পলাশ চন্দ্র বর্মন,বোদা (পঞ্চগড়)প্রতিনিধিঃ
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে রায়হান ইসলাম (১৫)নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। গত ১৭/০৬/১৯ সোমবার উপজেলার লতাপাড়া গ্রামে এ ঘটানা ঘটে।নিহত রায়হান ইসলাম ওই এলাকার লুৎফর রহমানের ছেলে। সে ময়দানদীঘি বি এল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র ছিল। নিহতের পরিবারের লোকজন ও স্থানীয়রা জানান, গত সোমবার সকালে বৃষ্টির সময় রায়হান তাদের বাড়ি সংলগ্ন আম গাছ থেকে পরা আম কুড়াতে যায়। এ সময় হঠাৎ বজ্রপাত হলে রায়হান গুরুত্বর অসুস্হ হয়ে পড়ে। পরে পরিবারের লোকজন উদ্ধার করে তাকে দ্রুত পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।ময়দানদীঘি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার বজ্রপাতে ওই স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
প্রাইভেট ডিটেকটিভ/২০ জুন ২০১৯/ইকবাল