বিল্লাল হুসাইন, ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শায় পলাতক আসামী মোঃ মিলন হোসেন (৩০) নামক এক পলাতক আসামী কে আজ ১৯-৬-২০১৯ ইং তারিখ বুধবার শার্শা থানা পুলিশ গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার কৃত আসামী শার্শা থানার কন্যাদহ গ্রামের মোঃ দুদুমিয়ার পুত্র, গ্রেপ্তারের সময় তার সাথে একটি ওয়ান শুটার গান সহ এক রাউন্ড গুলিও উদ্ধার করেছেন।পুলিশ আরও জানান তার নামে থানায় ডাকাতি ও দস্যুতার একাধিক মামলা রয়েছে, তার গ্রেপ্তারী টরোয়ানা সহ আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।যার জি আর নং (৪০-১৫ ও ৯০-১৫)।