ইয়ানূর রহমান,শার্শা (যশোর)প্রতিনিধিঃ
শার্শায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মিলন হোসনে (৩০)কে অস্ত্র-গুলিসহ এক আটক করেছ পুলিশ।গতকাল বুধবার ভোররাতে উপজলোর রামপুর সরকারি প্রাথমকি বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক মিলন হোসনে উপজলোর কন্যাদাহ গ্রামরে লিয়াকত ওরফে দুদু মিয়ার ছেলে।পুিলশ সূত্রে জানা যায়, বুধবার ভোর রাতে জরুরী ডিআইটি চলাকালীন সময়ে শার্শা থানা পুলিশেরে উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার সঙ্গীও ফোর্স নিয়ে বিশষে অভিযান কালে শার্শা উপজেলার রামপুর সরকারি প্রাথমকি বিদ্যালয় এলাকায় অভিযান চালায়। এসময় মিলন হোসেন নামে এক জনকে সন্দহে জনক ঘুরাফেরা করতে দেখে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। সে দুই মামলার ওয়ারেন্টভুক্ত পালাতক আসামি ও একজন চিহ্নিত সন্ত্রাসী।শার্শা থানা পুলশিরে উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার আটকরে বিষয়টি নিশ্চিত করে বলনে, আটক মিলন দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তার বিরুদ্ধে শার্শা থানায় ডাকাতি ও দস্যুতাসহ একাধকি মামলা রয়েছে। আটকৃতর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ও অস্ত্র আইনে মামলা দায়ের করে বুধবার সকালে যশোর আদালতে পাঠানো হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল