-
- রাজনীতি, সারাদেশে
- মঠবাড়িয়ায় রিয়াজ, আরিফ ও নাসরিন নির্বাচিত
- আপডেট সময় June, 19, 2019, 2:06 am
- 164 বার পড়া হয়েছে
ফারজানা ইসলাম মিম :
পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে পঞ্চম পর্বে গত ১৮ জুন মঙ্গলবার অনুষ্ঠিত হয় দেশের ৩০ টি উপজেলা নির্বাচন। তারি সাথে পিরিজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় ও অনুষ্ঠিত হয় শান্তিপূর্ণ নির্বাচন। সাংবাদিক আইনশৃঙ্খলা বাহিনীসহ সবারি দাবী যে এই নির্বাচন খুব সুন্দর ও সুষ্ঠুভাবে হয়েছে।নির্বাচনের শুরু থেকেই বিজয়ী তিন প্রার্থীর মাঠ খুব ভালো ছিলো। কিন্তু সময়ে সময়ে পাল্টে গেলেও শেষ সময়ে তারা বিজয় ছিনিয়ে নেয়। মোহাম্মদ রিয়াজ উদ্দিন, আনারস মার্কায় ৭৭ হাজার ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নৌকা মার্কায় ২৩ হাজার পান। মোট কেন্দ্র ৮১ টির মধ্যে আনারস ৭৯ টিতে এবং নৌকা ২টি সেন্টারে নির্বাচিত হন। মোহাম্মদ আরিফুর রহমান সিফাত, টিয়া পাখি মার্কায় ৪৩৯০৯ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। উনার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকে ২২৮৯৭ ভোট পান।এডভোকেট নাসরিন আক্তার, কলস মার্কায় মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন।এপর্যন্ত ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে অভিনন্দন জানান দেশ বিদেশ থেকে উপজেলার সর্বসাধারণ।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল
এ জাতীয় আরো খবর