রিয়াজুল ইসলাম বাচ্চু,ঝালকাঠি প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে জমি দখল করে গৃহ নির্মাণের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভূক্তভোগীরা। মঙ্গলবার সকাল ১০টায় ঝালকাঠি শহরের একটি কমিউনিটি সেন্টারে তারা সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন রাজাপুর সদর উপজেলা নিবাসী ইকবাল হোসেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, রাজাপুর ৪৭ নং মৌজার ১০৭৩ নং খতিয়ানের ১৬৪, ১৮৬, ৩৭৫ দাগে ১-৩০ শতাংশ জমি পৈত্রিক সূত্রে আমরা মালিক এবং আমার পিতা ৬৪ বছর থেকে ভোগ দখল করিয়া অসিতেছে। কিন্তু হঠাৎ ২০১২ সনে উপজেলা সদরের মৃত মোফাজ্জেল হোসেনের পুত্র জহুরুল ইসলাম ও মাহফুজুর রহমান ঐ জমির জাল দলিল তৈরি করিয়া সন্ত্রাসীদের নিয়ে মালিকানা দাবি করিয়া আসিতেছে। ২০১৯ সালে স্থানীয় গণ্যমাণ্য লোকজন সালিশ মিমাংশা করে। কিন্তু জহুরুল সালিশ না মানিয়া স্থানীয় ভূমি দস্যু শাহিন বাহিনীর সহায়তায় রাতের আধারে ৭ জুন জোড় পূর্বক ঐ জমিতে গৃহ নির্মাণ করে। তিনি আরো বলেন, রাজাপুরের শাহিন বাহিনী উপজেলা জুড়ে সন্ত্রাসী, চাঁদাবাজী, ভূমিদস্যুতা, অস্ত্রবাজী, চুরি-ডাকাতি ও বহু মানুষকে বিদেশে পাঠানোর নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া সহ সন্ত্রাসের রাজত্ব কায়েম করায় তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছে না। এ ব্যাপারে শাহিন মৃধা মুঠোফোনে জানান,এ ঘটনার সাথে আমি জড়িত নেই। কেন তারা আমাকে নিয়ে এ রকম করছে বুজতে পারছি না।সংবাদ সম্মেলনে তিনি শাহিন বাহিনীর হাত থেকে রক্ষা পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। ্সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন রাজাপুর সদর উপজেলা নিবাসী সোহেল মৃধা ও আমিনুল ইসলাম।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ জুন ২০১৯/ইকবাল