ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ
যশোরের শার্শা থানা পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ২৩ জন ওয়ারেন্ট ভুক্ত আসামীকে আটক করেছে।গত রবিবার দিন গত রাতে বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে এ আসামী আটক করেন। আটক আসামীদের সোমবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। আটক আসামীদের মধ্যে ৩ জন মহিলা আসামীও রয়েছে।আটক আসামীরা হলো শার্শার সামটা গ্রামের রমজান মিস্ত্রির ছেলে রাজু আহম্মেদ, কাঠুরিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের ছেলে মোঃ আমান, হাসেম আলীর ছেলে সজিব হোসেন, মকছেদ আলীর ছেলে টেনু, টেনুর ছেলে সাগর, পান্তাপাড়া গ্রামের আয়েত আলীর ছেলে আশারেফ হোসেন, কৃঞ্চপুর গ্রামের মোবারক ইসলাম এর ছেলে মফিজুল ইসলাম, কেরালখালী গ্রামের আব্দুল খালেকের স্ত্রী পারুল বেগম, ইউনুছ আলীর ছেলে মিকাইল আলী, সেতাই গ্রামের সাফিয়ারের ছেলে নজরুল ইসলাম, নজরুলের স্ত্রী নবিছন বিবি, কাজিরবেড় গ্রামের মৃত হাজু কওছার মোড়লের ছেলে রুপচাঁন, সাতমাইল গ্রামের কাদের ধাবকের ছেলে মিঠু ধাবক, রুদ্রপুর গ্রামের হবিবার রহমানের ছেলে সাজু আহম্মেদ, কায়বা গ্রামের দরুদ আলীর ছেলে হাসান আলী, টেংরালী গ্রামের ইউনুছ আলীর স্ত্রী পারভিনা বেগম, রামপুর গ্রমের সুলতান আহম্মেদ বাদসার মেম্বরের ছেলে আব্দুল আলিম লতা, সম্বন্ধকাঠি গ্রামের আজিজুলের ছেলে সাইফুল, কন্দপপুর গ্রামের রবিউল ইসলাম এর ছেলে আদম আলী, বুরুজবাগান গ্রামের আঃ হামিদের ছেলে হাসানুল বারী, বাগআঁচড়া গ্রামের কালাচাঁদ মন্ডলের ছেলে মাহাবুব হোসেন ও ৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী সামটা গ্রামের মমিনুলের ছেলে আকরামুল।শার্শা থানা পুলিশ জানায়, আটক আসামীদে বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন মামলা রয়েছে।আসামী আটকের বিষয়টি শার্শা থানার অফিসার ইনচার্জ এম মশিউর রহমান নিশ্চিত করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১৮ জুন ২০১৯/ইকবাল