ইংল্যান্ডের পরের দুই ম্যাচে নেই রয়
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
চোটে পড়ায় বিশ্বকাপে ইংল্যান্ডের পরের দুই ম্যাচে খেলতে পারবেন না ওপেনার জেসন রয়। তবে আফগানিস্তানের বিপক্ষে স্বাগতিকদের পরের ম্যাচের আগে অধিনায়ক ওয়েন মর্গ্যান ফিট হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে।
শুক্রবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৮ উইকেটে জয়ের ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান রয়। পরে ঐ ম্যাচে আর মাঠে নামেননি ডানহাতি এই ব্যাটসম্যান। একই ম্যাচে পিঠে চোট পান মর্গ্যান।
আগামী মঙ্গলবার ওল্ড ট্র্যাফোর্ডে বাংলাদেশ সময় বেলা সাড়ে তিনটায় আফগানদের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। এরপর আগামি শুক্রবার ইংল্যান্ডের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এই দুই ম্যাচে থাকবেন না রয়। ইংল্যান্ড দলের পক্ষে থেকে জানানো হয়, তার চোটের অবস্থা মূল্যায়ন করা হতে থাকবে। মর্গ্যানের ব্যাপারে ম্যাচের আগে সিদ্ধান্ত নেওয়া হবে।