ভারত-পাকিস্তান ‘যুদ্ধ’ বন্ধ হলে লোকসান শতকোটি রুপি!
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ক্রিকেট মাঠে এখন আর সেভাবে মুখোমুখি হওয়া হয় না চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের। রাজনৈতিক টানাপোড়নে দুই দল নিজেদের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ খেলে না অনেক বছর ধরেই। তবে আইসিসির মেগা কোন ইভেন্টে তাদের মুখোমুখি লড়াই মানে তৈরি ‘যুদ্ধক্ষেত্র’, আটকে যায় ক্রিকেট বিশ্বের চোখ। চলমান ইংল্যান্ড আর ওয়েলস বিশ্বকাপে ভারত-পাকিস্তানের এই যুদ্ধ এবার বৃষ্টিতে ভেসে যাওয়ার উপক্রম, আর এমনটা হলে সংশ্লিষ্টদের লোকসান গুনতে হবে শতকোটি রুপি।
পুলওয়ামা জঙ্গি হামলার পর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে কম জল ঘোলা হয়নি। ভারতের অনেক সাবেক ক্রিকেটারের মতো বেশিরভাগ জনগণই চেয়েছেন ভিরাট কোহলিরা যেন বয়কট করেন ম্যাচটি। অবশ্য আইসিসি-বিসিসিআই ছিলনা কোনভাবেই এমন দাবির পক্ষে, নিয়মমাফিক মাঠে গড়াচ্ছে ম্যাচটি। মজার বিষয় হচ্ছে, আগামি ১৬ জুন ম্যানচেস্টারে ওই ম্যাচের টিকিট শেষ হয়ে গেছে ছাড়ার ৪৮ ঘন্টার মধ্যেই। যার বেশিরভাগই আবার কিনেছেন ভারতীয় সমর্থকেরা।
একটা সময় ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ছিল দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দু। নানা কারণে দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কের অবনতিতে বন্ধ হয়ে যায় দ্বিপাক্ষিক সিরিজ। দুই দলের কালে ভদ্রে দেখাটা হয় কেবল আইসিসির আর এশিয়ান ক্রিকেটের কোনো ইভেন্টে। যেখানে বিশ্বকাপের মঞ্চে তাদের ৬ দেখাতেই একেপেশে জয় পেয়েছে ভারত।
এবারের বিশ্বকাপে লিগ পর্বের ম্যাচে ভারত-পাকিস্তানের এই লড়াইকে বলা হচ্ছে বছরের সেরা উত্তেজনাপূর্ণ ম্যাচ, যার আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড। তবে সব আয়োজনে জল ঢেলে প্রস্তুত বৃষ্টি। শেষ পর্যন্ত যদি ম্যাচটি মাঠে না গড়াই, তাহলে সমর্থকরা হয়ত বিশাল হতাশা নিয়েই বাড়ি ফিরবেন। তবে সবচেয়ে বেশি ক্ষতিটা হবে বিজ্ঞাপনদাতাদের।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি, ম্যাচটি পরিত্যক্ত হলে শতকোটি রুপির উপরে লোকসান গুনতে হবে বিজ্ঞাপনদাতাদের। যার সঠিক অংকটা প্রায় ১৩৮ কোটি রুপি।
ভারতের সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার স্পোর্টস এই ম্যাচের জন্য তাদের বিজ্ঞাপনের দরও বাড়িয়ে দিয়েছে। অন্য সময় প্রতি সেকেন্ডে যেখানে ১.৬ থেকে ১.৮ লাখ রুপি নেওয়া হয়, ভারত-পাকিস্তান ম্যাচের জন্য সেটা ধরা হয়েছে আড়াই লাখ রুপি! সব মিলিয়ে ম্যাচের সময় প্রায় ৫৫০০ সেকেন্ডের বিজ্ঞাপন দেখাবে স্টার স্পোর্টস। বিজ্ঞাপন দেখানোর মূল্য এত চড়া হলেও বিজ্ঞাপনদাতারা আগেভাগেই বুকিং দিয়ে রেখেছেন।