রাকিব হোসেন,ভোলা জেলা ব্যুরো প্রধানঃ
ভোলা বোরহান উদ্দিন কাচিয়া ০৮নং ওয়ার্ড পদ্মামনসা আবাসন প্রকল্পের কিছু যুবক ছেলেরা আবাসনের পশ্চিম পাশে বিলের ভিতর ৬নং ওয়ার্ডের সিরাজ, পিতা :রফিক সরর্দার, রাব্বি, পিতা:গনি। এদের সাথে আবাসনের কিছু সংখ্যক ছেলেদের সাথে মঙ্গল বার বেলা ৫টায় ঘটিকার সময় ঐ বিলের ভিতরে ফুটবল খেলাকে কেন্দ্র করে মাঠেই আবাসনের ছেলেদের সাথে মারামারি করে ৬নং ওয়ার্ডের কিছু সংখ্যক যুবক ছেলেরা। এই মারামারিকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত্র আনুমানিক ১০.৩০ মিনিটে, কাচিয়া ৬নং ওয়ার্ড এর শাওন পিতা: সোহাগ, রাকিব পি:খোরশেদ, ও ছাদ্দাম এর ভাগিনা রায়হান সহ,আনুমানিক ২০থেকে ২৫জন লোক সহ পদ্মামনসা আবাসন প্রকল্পের সামনে এসে ঐ আবাসনের লোকজনদের এলোপাথাড়ি মাইর শুরু করে এমন কি সেই মাইর থেকে মাপ পায়নি, আবাসনের মহিলারাও, এবং আবাসনের সভাপতি শাহেআলম জানান আমি আবাসনের সামনে দাঁড়িয়ে ছিলাম সেখানে আমাকেও শাটের কলার দড়ে আমাকেও কিল গুশি দেয় এবং কয়েকজন গুরুত্ত্ব আহতো হয়েছে এবং ০১ জনকে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়েছে, আমারা তাৎক্ষণিক বোরহান উদ্দিন থানার ওসি এনামুল হক কে জানালে সে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে দেয় ঘটনাস্থানে পুলিশের খবর জানতে পেয়ে ৬নং ওয়ার্ডের ছেলেরা সেখান থেকে পালিয়ে যায়, এবং পুলিশ এসে কোন আসামি ধরতে পারেনি। আবাসনের সভাপতি শাহেআলম বলেন, এই ব্যাপারে মামলা করতে রাতেই থানায় লোক পাঠিয়েছি। আবাসনের জনগন বলেন আমরা এর সুস্থ বিচার চাই।
প্রাইভেট ডিটেকটিভ/১২জুন ২০১৯/ইকবাল