ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
এবার গাজা উপত্যকার উত্তরাঞ্চলীয় সীমান্তের বেইত লাহিয়া শহরে একটি আবাদি জমির ওপর গতকাল মঙ্গলবার ভোরে বোমা হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি নিরাপত্তা সূত্র ও মেডিক্যাল সূত্রের বরাত দিয়ে তুরস্কভিত্তিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি খবরটি জানিয়েছে।
ফিলিস্তিনি এক নিরাপত্তা সূত্র আনাদোলু এজেন্সিকে বলেন, ‘গাজা সীমান্তে স্থাপিত সরঞ্জামাদি থেকে বেইত লাহিয়ার আবাদি জমি লক্ষ্য করে ওই গোলা-বারুদ হামলা চালানো হয়েছে।’ ফিলিস্তিনের মেডিক্যাল সূত্রকে উদ্ধৃত করে আনাদোলু এজন্সি জানিয়েছে, হামলায় কেউ আহত হয়নি। গত সোমবার সন্ধ্যায় এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র অভিচাই আদারি এক বিবৃতিতে বলেন, গাজা উপত্যকা থেকে ইসরায়েলি সীমান্তবর্তী এলাকাগুলোতে রকেট হামলা প্রতিহত করেছে ইসরায়েলের আয়রন ডোম (বিমান প্রতিরক্ষা ব্যবস্থা)।
বিবৃতিতে আরও বলা হয়, ‘দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকায় হামাসের অবস্থানস্থলে ট্যাংক ও বিমান হামলা চালানো হয়েছে। এশকোল রিজিওনাল কাউন্সিল এর একটি উন্মুক্ত এলাকায় রকেট হামলার প্রতিক্রিয়ায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
যা ঘটছে তার জন্য হামাস দায়ী।’ গত শুক্রবার গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় দুই ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ হামলায় আরও আহত হয়েছে ১৫ জন।
গত শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদ্র এক বিবৃতিতে জানান, গাজা শহরের দক্ষিণে ইসরায়েলি বাহিনীর যুদ্ধক্ষেত্র হামাসের ধ্বংসস্তুপের নিচ থেকে দুইজন ফিলিস্তিনির মরদেহ উদ্ধার করা হয়।