ম্যাকবুক প্রো আপডেট করলো অ্যাপল
ডিটেকটিভ প্রযুক্তি ডেস্ক
১৫ইঞ্চি ও ১৩ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে আবারও স্পেসিফিকেশন আপডেট ঘোষণা করেছে অ্যাপল। দ্রুতগতির প্রসেসর এবং ত্রুটি সারাতে কিবোর্ডে আনা হয়েছে ‘সামান্য’ পরিবর্তন।
প্রযুক্তি সাইট ভার্জের প্রতিবেদনে বলা হয়, ১৫ ইঞ্চি ম্যাকবুক প্রো মডেলে এখন আসছে নবম প্রজন্মের ইনটেল প্রসেসর। এবার বেইজ মডেলে থাকছে ২.৬ গিগাহার্টজের ৬-কোর আই৭ প্রসেসর, যা ৪.৫ গিগাহার্টজ পর্যন্ত টার্বো বুস্ট করা যাবে। আরেকটি মডেলে যোগ হয়েছে ২.৩ গিগাহার্টজের ৮-কোর আই৯ প্রসেসর, যা ৪.৮ গিগাহার্টজ পর্যন্ত টার্বো বুস্ট করা যাবে।
একইভাবে বাড়ানো হয়েছে ১৩ ইঞ্চি টাচ বার মডেলের কনফিগারেশনও। এখন এটির বেইজ মডেলে পাওয়া যাবে অষ্টম প্রজন্মের ২.৪ গিগাহার্টজ কোয়াড-কোর আই৫ প্রসেসর, যা ৪.১ গিগাহার্টজ পর্যন্ত টার্বো বুস্ট হবে। এ ছাড়া কোয়াড-কোর আই৭ প্রসেসরের আরেকটি মডেলে টার্বো বুস্ট হবে ৪.৭ গিগাহার্টজ পর্যন্ত।
প্রসেসর ছাড়া নতুন ম্যাকবুক প্রো’র জিপিইউ, র্যাম এবং অন্যান্য নকশা আগের মতোই রাখা হয়েছে।
আগের ম্যাকবুকের কিবোর্ড নিয়ে অনেক গ্রাহকই অভিযোগ করেছেন। এবার আপডেটে ডিভাইসগুলোর কিবোর্ডে নতুন উপাদান ব্যবহার করা হয়েছে, যা এই সমস্যা সমাধান করবে বলে দাবি করেছে অ্যাপল। ভেতরের উপাদান পরিবর্তন করা হলেও কিবোর্ডের নকশা আগের মতো রাখা হয়েছে।
নতুন এই আপডেট আনা হয়েছে শুধু ম্যাকবুক প্রো’র টাচ বার মডেলে। ১৩ ইঞ্চি টাচ বার ছাড়া মডেলে আগের মতোই সপ্তম প্রজন্মের ডুয়াল-কোর প্রসেসর থাকছে।