-
- সারাদেশে
- বিশ্বনাথের মুক্তিযোদ্ধা মার্কেট দখল মুক্ত করতে হবে – মুক্তিযোদ্ধা এ্যাড. মুজিবুর রহমান চৌধুরী
- আপডেট সময় December, 11, 2017, 12:24 am
- 268 বার পড়া হয়েছে
বিশ্বনাথের মুক্তিযোদ্ধা মার্কেট দখল মুক্ত করতে হবে – মুক্তিযোদ্ধা এ্যাড. মুজিবুর রহমান চৌধুরী
সিলেট অফিসঃ
বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামে ৩০লাখ শহীদ এবং ২ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের নেতৃত্বে বাংলার মানুষ দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে পাকিস্তানী হানাদার বাহিনীকে বিতাড়িত করে বাংলাদেশ বিজয় অর্জন করে। তিনি বলেন, বিশ্বনাথের সকল রাজাকারদের তালিকা তৈরী ও বিশ্বনাথের মুক্তিযোদ্ধা মার্কেট দখল মুক্তের আহবান জানিয়ে তিনি বলেন বিশ্বনাথ মুক্ত দিবস সরকারীভাবে পালন করার দাবী জানান তিনি। আজ (১০ডিসেম্বর) রোববার বিকেলে বিশ্বনাথ মুক্ত দিবস উপলক্ষে বিশ্বনাথ প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথির বক্তব্যে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিষ্ট এসোসিয়েশন (ইমজা) সিলেটের প্রতিষ্টাতা সভাপতি প্রবীণ সাংবাদিক আল-আজাদ বলেছেন, ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পুরো বাংলাদেশ স্বাধীন হলেও জাতির গর্বিত সন্তানরা সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১০ডিসেম্বর বিশ্বনাথকে পাক হানাদার মুক্ত করেন। তিনি আরো বলেন, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল ইতিহাসকে বিকৃত করতে গিয়ে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে না ধরে নতুন প্রজন্মকে বিভ্রান্তির দিকে ঠেলে দিচ্ছে। এ থেকে উত্তরোণের জন্য প্রকৃত মুক্তিযোদ্ধা ও সচেতন নাগরিকদের ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সংগ্রামের আসল চিত্র মানুষের কাছে তুলে ধরার আহবান জানান।
প্রেসক্লাব সভাপতি আব্দুল আহাদের সভাপতিত্বে ও সদস্য নবীন সোহেলের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেযারম্যান আহমেদ নুর উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান, মরতুজ আলী, প্রেসক্লাবের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক এএইচএম ফিরোজ আলী। সভায় প্রেসক্লাবের পক্ষে বক্তব্য রাখেন, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, বর্তমান সাধারণ সম্পাদক মোছাদ্দিক হোসেন সাজুল, যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মামুন, নির্বাহী সদস্য আশিক আলী, বিশ্বনাথ থিয়েটার সভাপতি আনহার আলী।
এসময় উপস্থিত ছিলেন, কোষাধ্যক্ষ রোহেল উদ্দিন, দপ্তর সম্পাদক শুকরান আহমেদ রানা, সদস্য কামাল মুন্না, আব্দুস সালাম, মিছবাহ উদ্দিন ও সাংবাদিক বদরুল ইসলাম মহসিন ও রুবেল আহমদ প্রমুখ।
এ জাতীয় আরো খবর