আগামী ২৯ ডিসেম্বর সিরাজগঞ্জের বৈকুন্ঠপুর মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসা বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে
মোঃ ইকবাল হাসান সরকার
আগামী ২৯ ডিসেম্বর ২০১৭ইং তারিখ ১০ ই রবিউল সানি ১৪৩৯ গিঃ ১৫ পৌষ ১৪২৪ বাংলা রোজ শুক্রবার সিরাজগঞ্জে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর মদিনাতুল উলুম ক্বওমী মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আলীমপুর মাদ্রাসার মুহতামীম আলহাজ্ব হযরত মাওলানা মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হবে। উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসাবে মূল্যবান ওয়াজ ফরমাইবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, জননন্দিত মোফাচ্ছির, জাতীয় পুরুস্কারপ্রাপ্ত, ইসলামী সংগীত পরিচালক মুফতি শাহ জামাল উদ্দিন রব্বানী নাটোর।
বিশেষ বক্তা হিসাবে ২য় বক্তা বজরুল রশীদ আলহাজ্ব হাফেজ মাওলানা মোঃ আব্দুল আজিজ জিহাদী তাডাশসহ আরো অন্যান্য ওলামে কেরামগণ পবিএ কোরআন ও হাদিসের আলোকে মল্যবান ওয়াজ ফরমাইবেন। এ ব্যাপারে ২৯ ডিসেম্বর ২০১৭ ইং তারিখের বার্ষিক ওয়াজ মাহফিলকে স্বাথক করতে জালসা ইন্তেজামিয়া কমিটির পক্ষে ডাঃ মাওলানাঃ মুফতি মোঃ নজরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার সকল উপজেলা ইউনিয়ন গ্রামের সচেতন মুসলিম ভাই বোনদের দলে দলে জিকিরের সজিত উক্ত মাহফিলে যোগদানের আহবান জানান। তিনি বলেন উক্ত বার্ষিক ওয়াজ মাহফিলে বক্তাগন আল¬াহ দেওয়া জীবন বিধান এবং হযরত মোহাম্মদ (সাঃ) এর পথ অনুসরনে পবিএ কোরআন হাদিসের আলোকে মুল্যবান ওয়াজ ফরমানের পাশাপাশি সঠিক নিয়মে নামাজ পড়ার নিয়ম কানম, হজ্ব, যাকাত, ইসলামী আইনে নালীর পর্দ্দা সম্পকে, হালাল, হারাম সম্পকে পবিত্র কোরআন হাদিসের আলোকে মহামূল্যবান ওয়াজ ফরমাইবেন।
তাই আমি রায়গঞ্জ উপজেলাবাসীসহ সিরাজগঞ্জ জেলাবাসীকে উক্ত তারিখে ইসলামী ধর্মীয় মাহফিলে ধর্মপ্রান মুসলমান ভাই বোনদের জিকিরের সহিদ দলে দলে মাহফিলে যোগদান করে অসীম সওয়াবের ভাগী হতে বিশেষ ভাবে অনুরোধ করেছেন । তিনি আরো জানান, উক্ত মাহফিলে মহিলাদের পর্দার সহিত বসিবার সু-ব্যবস্থা আছে।