কাশিয়ানীতে মাইক্রোবাস চাপায় কৃষক নিহত
ডিটেকটিভ নিউজ ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানীতে মাইক্রোবাসের নিচে চাপা পড়ে শোভা মীনা (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার চাপ্তাটুকু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আলীনুর হোসেন জানান, শোভা মিনা জমিতে কাজ করে বাড়িতে ফিরছিলেন। তিনি মহাসড়ক পার হওয়ার সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।