April 27, 2025, 7:35 pm

সংবাদ শিরোনাম
ভারতে কারাভোগের শেষে বেনাপোল স্হল পথে দেশে ফিরলো ৭ বাংলাদেশি যুবক নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে চোরাইপণ্য আনতে গিয়ে স্থলমাইন বিস্ফোরণে বাংলাদেশীর পা বিচ্ছিন্ন চলন্ত ট্রেনে মোবাইল ছিনতাই গুরুতরভাবে আহত ছিনতাইকারী আটক বেনাপোলে ছিনতাই চেষ্টার অভিযোগে ৬ নারী আটক বড়দরগা হাইওয়ে থানা কর্তৃক ৩০ বোতল ফেনসিডিল সহ একজন গ্রেফতার শেরপুর আবাসিক এলাকায় দেশীয় অস্ত্রসহ গ্রেফতার -১ সিলেটে আখড়ার সম্পত্তি বিক্রি মন্দির কমিটির নেতাসহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যশোরে মাদক কারবারিদের পক্ষ নেয়ায় বৈষম্যবিরোধী নেতা সুজনকে গণধোলাই রানা ঝড়-মিরাজ ঘূর্ণিতে টেস্ট জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখলো বাংলাদেশ টেকনাফে রোহিঙ্গা মানব পাচারকারী আবদুল্লাহর নানান অপকর্ম থেকে নেই? মিথ্যা আশ্রয় নিয়ে প্রতি পক্ষের বিরুদ্ধে মামলা

জগন্নাথপুরে ঘোষগাঁও ব্রিজের এপ্রোচে ধসে সড়ক বিলীন গেছে

জগন্নাথপুরে ঘোষগাঁও ব্রিজের এপ্রোচে  ধসে সড়ক বিলীন গেছে
জগন্নাথপুর সুনামগঞ্জ প্রতিনিধি


সুনামগঞ্জের জগন্নাথপুর-বেগমপুর সড়কের ঘোষগাঁও ব্রিজের এপ্রোচের মাটি ধসে সড়ক বিলীন হয়ে গেছে। গতকাল বুধবার থেকে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এলাকাবাসী সহ জগন্নাথপুর-বেগমপুরের রাস্তায় যাতায়াতকারী জনসাধারন চরম দূভোর্গে রয়েছেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, বিগত দুই বার ব্রিজের এপ্রোচে ধস নামে সঠিক ভাবে কাজ  না করার কারনে সড়কটি সম্পূর্ণ সড়ক বিলিন হওয়ার পথে। গতকাল বুধবার সকালে হঠাৎ করে ব্রিজের পূর্ব দিকে এপ্রোচে প্রায় শত ফুট এরিয়া নিয়ে সড়ক নদী গর্ভে চলে যায়। এপ্রোচ ধসে যাওয়া সড়ক ছোট হওয়ায় সাধারন মানুষ ব্যাতিত যান চলাচল করতে পারছেনা। বড় ধরণের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দারা প্রতিনিধিকে জানান, বিগত কয়েক মাস আগে দুই বার এপ্রোচ ধসে নামে। সেখানে সঠিক ভাবে কাজ না হওয়ার জন্য সড়ক টিকিয়ে রাখা সম্ভব হয়নি। পূর্বের যায়গায় গত কয়েক দিন ধরে হঠাৎ করে ভাঙ্গন শুরু হয়। গতকাল হঠাৎ করে সড়ক নদী গর্ভে বিলীন হয়ে যায়। ধসে যাওয়া সড়ক দ্রুত মেরামতের কাজ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানান এলাকাবাসী।


এ ব্যাপারে জানতে চাইলে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মোঃ গোলাম সারোয়ার জানান, ঘোষগাঁও ব্রিজের এপ্রোচের মাটি ধসে সড়ক বিলিন হওয়ার ব্যাপারে আজ আমরা এলজিইডি হেড অফিসে চিঠি  পাঠিয়ে দিয়েছি। উনারা এসে সরজমিনে দেখে কাজের ব্যাপারে সিন্ধান্ত দিবেন।

Share Button

     এ জাতীয় আরো খবর