বিউটি পার্লারের আড়ালে ইয়াবা ব্যবসা, আটক ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ঢাকার সাভারের এক বিউটি পার্লার থেকে ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে জামসিং এলাকার একটি বিউটি পার্লার থেকে তাদের আটক করা হয়। আটকেরা হলেন-সাভার জামসিং এলাকার আবুল হোসেনের মেয়ে শাহানাজ বেগম এবং গাজীপুরের শ্রীপুর কাওরাইত এলাকার সুরুজ আলীর মেয়ে রোমানা আক্তার। ঢাকা জেলা (উত্তর) গোয়েন্দা পুলিশের ওসি এএফএম সায়েদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। বিউটি পার্লার ব্যবসার আড়ালে তারা দীর্ঘদিন ধরে সাভারে মাদক ব্যবসা করছিলেন। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।