December 2, 2023, 8:38 pm

সংবাদ শিরোনাম
রংপুরে চলন্ত বাসের ধাক্কায় নিহত ১, আহত ৫ রংপুর মেডিকেলে ভর্তি সুনামগঞ্জ ৫টি সংসদীয় আসনে আওয়ামীলীগ,জাতীয়পার্টি, স্বতন্ত্রসহ বিভিন্নদলের মোট ২১জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল উখিয়ায় রোহিঙ্গা শিবিরে দূর্বৃত্তদের গুলিতে যুবক খুন আছমা খানম গোপালগঞ্জের টেংরাখোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান সিলেট জেলার শাহপরান (রঃ) এলাকায় চাঞ্চল্যকর সাদেক হত্যা মামলার পলাতক আসামী তানিয়া’কে গ্রেপ্তার গাজীপুর-৫ আসনে আখতারউজ্জামানসহ ৪ জনের মনোনয়নপত্র দাখিল গোপালগঞ্জ -১ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী সহ মোট ৫জন মনোনয়নপত্র জমা দিয়েছেন মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে স্বতন্ত্র প্রার্থী মাহবুব অনুসারী দুই নেতাকে কুপিয়ে জখম গাজীপুরের গাছায় কাভার্ড ভ্যান চাপায় আইনজীবীর সহকারী নিহত সরিষাবাড়ীতে নৌকার প্রার্থীসহ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শীঘ্রই আগুনের গোলা হয়ে উঠবে পৃথিবী, স্টিফেন হকিং

শীঘ্রই আগুনের গোলা হয়ে উঠবে পৃথিবী, স্টিফেন হকিং

ডিটেকটিভ নিউজ ডেস্ক      

বিশিষ্ট ইংরেজ তাত্ত্বিক, পদার্থবিজ্ঞানী এবং গণিতজ্ঞ স্টিফেন হকিং’এর একটি বক্তব্যকে ঘিরে আলোড়ন দেখা দিয়েছে সংবাদমাধ্যম থেকে সোশ্যাল মিডিয়ায়। স্টিফেন হকিং জানিয়েছেন, আগামী ৬শ’ বছরের মধ্যেই ফায়ারবল বা আগুনের গোলায় পরিণত হবে এই পৃথিবী৷ জনসংখ্যা বৃদ্ধি এবং শক্তির ব্যয়ের জন্যই এমনটা ঘটবে বলে চীনের Tencent WE Summitএ দেয়া বক্তব্যে বলেন বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী৷  সেখানে তিনি এটাও জানান, মানব অস্তিত্ব সঙ্কটের মুখে রয়েছে৷ আমাদের টিকে থাকতে হলে এমন এক স্থানে যেতে হবে যেখানে এর আগে কেউ যায়নি৷
.

বিজ্ঞানীদের বিশ্বাস, মহাকাশে সৌরজগতের নিকটতম স্থান Alpha Centauri’তেই এমন গ্রহ রয়েছে যা ঠিক পৃথিবীর মতোই বাসযোগ্য হয়ে উঠতে পারে মানবজাতির কাছে৷ হকিং ন্যানোক্র্যাফ্ট নামে এমন এক স্পেসক্র্যাফ্টের কথা বলেছেন, যা মঙ্গলগ্রহে পৌঁছে দেবে এক ঘণ্টারও কম সময়ে৷ প্লুটোতে পৌঁছাতে সময় লাগবে একদিনের মতো, অন্যদিকে ২০ বছর সময় লাগবে Alpha Centauri’তে পৌঁছাতে৷

উল্লেখ্য, এরই মধ্যে বোরিস্কা নামের এক রাশিয়ান তরুণের বক্তব্যে রীতিমতো সাড়া পড়ে গিয়েছে৷ তার দাবি অনুযায়ী, সে পৃথিবীতে জন্ম নেওয়ার আগে মঙ্গল গ্রহের বাসিন্দা ছিল৷ অতীতে পরমাণু অস্ত্রের লড়াইয়ের ফলে বসবাসের অনুপযোগী হয়ে যায় মঙ্গল। শুধু তাই নয়, সেই তরুণের মতে মঙ্গলের বাসিন্দাদের উচ্চতা ছিল নাকি ৭ ফুট৷ মাটির নীচেই বাস তাদের৷ মানুষের মতো অক্সিজেন নয়, বরং কার্বন ডাই অক্সাইডেই শ্বাস-প্রশ্বাস পর্ব চলে তাদের!

বোরিস্কার মতে, ৩৫ বছরের পর মঙ্গলের বাসিন্দাদের বয়স নাকি আর বাড়েনা। এছাড়া প্রযুক্তির দিক থেকেও তারা খুবই এগিয়ে। এভাবেই লাল গ্রহটির বিভিন্ন বর্ণনা দিয়েছে রাশিয়ার এই তরুণ৷ স্কুলের ছাত্র বোরিস্কা আরও জানায়, প্রাচীন মিশরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মঙ্গলবাসীদের৷ তখন পাইলট হিসেবে সে একবার পৃথিবীতে এসেছিল৷

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর