December 11, 2023, 9:56 pm

সংবাদ শিরোনাম
ইসলামপুরে ভারসাম্যহীন যুবকের দায়ের কোপে আরেক ভারসাম্যহীনের মৃত্যু শেরপুরে সাংবাদিকদের সাথে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার মতবিনিময় জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে মাদক সম্রাজ্ঞী কারিমা, সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে মানববন্ধন ও র‍্যালী অনুষ্ঠিত হয়েছে শান্তিগঞ্জে ব্র্যাক শিক্ষা কর্মসূচি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পটুয়াখালীতে মাছ ধরার ট্রলার বিস্ফোরণে দুই জেলে দগ্ধ, ট্রলার বিধ্বস্ত। জৈন্তাপুরে প্রাণিসম্পদ অধিদপ্তর (এলডিডিপি) প্রকল্পের ছাগল উৎপাদন সমিতির নারীদের মধ্যে গৃহ:নিমার্ণ’র চেক হস্থান্তর করা হয়েছে ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা হতে ৮৯৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১০ বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন রংপুর সিটি করপোরেশন এলাকায় ১ লাখ ৩০ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে

সাবেক চেয়ারম্যানের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকায় তালাক দিয়েছেন জাহাঙ্গীর

সাংবাদিক সম্মেলনে অভিযোগ
সাবেক চেয়ারম্যানের সাথে স্ত্রীর অবৈধ সম্পর্ক থাকায় তালাক দিয়েছেন জাহাঙ্গীর

ডিটেকটিভ নিউজ ডেস্ক


প্রতিপক্ষকে ঘায়েল করতে সাবেক স্ত্রীকে দিয়ে প্রতিনিয়ত হয়রানি করছেন বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান মিজান। তারই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর কামরুজ্জামান মিজান পরিকল্পিতভাবে তার নিজ বাড়িতে ডেকে নিয়ে মারধর করেন।
গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এসে এমন অভিযোগ করেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার দাড়িয়াল গ্রামের সেকান্দার আলী জাহাঙ্গীর আলম। লিখিত অভিযোগে তিনি জানান, ১০ অক্টোবর দাড়িয়াল মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন হয়েছে। এই কমিটির প্রতিপক্ষ হয়ে কাজ করেন জাহাঙ্গীর আলম। এতেই ক্ষিপ্ত হন ঐ সাবেক চেয়ারম্যান। এরপর নানাভাবে জাহাঙ্গীর আলম ও তার পরিবারকে হয়রানি করতে থাকেন। এক পর্যায়ে ৩ অক্টোবর কামরুজ্জামান মিজান জাহাঙ্গীর আলম ও তার ছোট ভাই আব্দুস সালামকে তার বাড়িতে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে মারধর করেন। এত গুরুতর আহত হয় দুই ভাই। পরে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি হন। এরপর ৫ অক্টোবর বাকেরগঞ্জ থানার কামরুজ্জামান মিজানকে আসামি করে একটি মামলা করেন জাহাঙ্গীর আলম॥
তিনি আরও জানান, কামরুজ্জামান মিজানের সাথে তার স্ত্রী হায়াতুন নেসা খুকু মনির অবৈধ সম্পর্ক ছিল। আর এই অবৈধ সম্পর্ক তার নিজের হাতেই ধরা পড়ার পর তার স্ত্রীকে ২৯ নভেম্বর ২০১৬ তারিখে তালাক দেয়া হয়।
এমনও এই তালাক প্রাপ্ত স্ত্রীর সাথে চেয়ারম্যান-এর সম্পর্ক রয়েছে। আর তাকে দিয়েই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্র করছেন চেয়ারম্যান। তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েও হয়রানি করছেন। তিনি সবার আইনি সহায়তা চাইছেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর