জেরুজালেম ইস্যু জর্ডানের বাদশার সাথে এরদোয়ানের ফোনালাপ
ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্ক
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান জেরুজালেম ইস্যুতে জর্ডানের বাদশা আব্দুল্লাহর সঙ্গে কথা বলেছেন। গত সোমবার জেরুজালেম নিয়ে কথা বলতে জর্ডানের বাদশাকে ফোন দেন এরদোয়ান। জেরুজালেম রক্ষায় তারা যৌথ প্রচেষ্টার দিকে গুরুত্বারোপ করেন। তুর্কি কর্মকর্তার বরাতে এসব কথা জানায় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। তারা বলেন, যুক্তরাষ্ট্রকে ভুল শোধরাতে ‘হুশিয়ারি’ দেওয়া প্রয়োজন। জাতিসংঘের সাধারণ পরিষদের ভোট নিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। চলতি মাসের শুরুর দিকে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খুব শিগগিরই মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। তার এই সিদ্ধান্তে সারাবিশ্বে নিন্দার ঝড় ওঠে। এনিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদে ভোট হলে মার্কিন স্বীকৃতি প্রত্যাখ্যানের প্রস্তাবের পক্ষে ভোট দেয় ১২৮টি দেশ। বিপরীতে ট্রাম্পের প্রস্তাবের পক্ষে ভোট দেয় মাত্র ৯টি দেশ। ভোটদান থেকে বিরত ছিল ৩৫ দেশ।