May 20, 2024, 4:45 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

হাইওয়ে পুলিশের ধাওয়ায় CNG উল্টে ফাইতং মাদ্রাসার ছাত্র নিহত

ইসমাইলুল করিম,লামা (বান্দরবান)প্রতিনিধিঃ
চকরিয়া বানিয়ারছড়ায় চিরিঙ্গা হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি গাড়ি উল্টে ফাইতং সুবহানিয়া নুরুল উলুম মাদরাসার এক হাফেজে কোরআন নিহত। রবিবার (১৭ মে’২০) ১টা ৪০ মি. সময় বানিয়ার ছড়া পুলিশ ফাঁড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা উদ্ধার করে নিকটস্থ চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হাফেজে কোরআন মো. নিশান (১২) ফাইতং ইউপির মহেশখালী পাড়া ৪ নং ওয়ার্ড অাবুল কাশেমের ছেলে।
সূত্রে জানা গেছে, নিহত নিশানের বড় ভাই ফরিদুল অালম (৩২) এর সাথে একজোড়া জুতো নিয়ে সিএনজি করে বাড়ি যাচ্ছিলেন। প্রতিমধ্যে হাইওয়ে পুলিশের ধাওয়ায় সিএনজি গাড়ি উল্টে এ নির্মম ঘটনাটি ঘটে। স্থানীয় বিক্ষুব্ধ জনতা পুলিশকে ধাওয়া দিয়ে ইট পাটকেল নিক্ষেপ করেছে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ব্যক্তি বলেন, হাফেজে কুরআন নিহত হওয়ার পেছনে একমাত্র দায়ী এই পুলিশ ফাঁড়ি। তিনি আরো বলেন, চকরিয়ায় মোট দুইটি হাইওয়ে পুলিশ আছে। তারা গাড়ী প্রতি ৫ থেকে ১০ হাজার টাকা নিয়ে শুধু গাড়ী আটক বাণিজ্যে। তাদের এই ভোগান্তি থেকে বাস্তে যে কোন গাড়ি পালিয়ে যেতে চাইলে এমন নির্মম দুর্ঘটনার শিকার হয়। ফাইতং মাদ্রাসার পরিচালক সরওয়ার আলম কুতুবী বলেন, আমার মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মু. নিশান বানিয়ারচরা স্টেশন থেকে ভাইয়ের সাথে সিএনজি করে নিজ বাড়িতে ফেরার পথে বানিয়ারছড়া হাইওয়ে পুলিশ গাড়িকে দাওয়া করলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি মর্মান্তিক এক্সিডেন্ট করে এতে আমাদের প্রিয় ছাত্র মর্মান্তিকভাবে আহত হন ৷ তাকে দ্রুত চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ৷ এতে প্রিয় প্রতিষ্ঠান ও এলাকাবাসীর উপর শোকের ছায়া নেমে আসে ৷ তার অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ৷ আমি তার আত্মার মাগফিরাত ও তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি ৷
প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর