March 28, 2024, 9:20 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

হবিগঞ্জ সদর পইল আটঘরিয়া থেকে ৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই পাচারকারী গ্রেফতার

মো:মকসুদ মিয়া, হবিগঞ্জ সদর::

৬ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ দুই পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। র‌্যাব-৯ হবিগঞ্জ ক্যাম্পের লেফটেন্যান্ট কর্ণেল আবু মুছা মোহাম্মদ শরীফুল ইসলামের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া তাদেরকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় সাপের বিষসহ বিষ সংরক্ষণের বেশ কিছু সরঞ্জাম। সোমবার দুপুরে গ্রেফতারকৃতদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকৃতরা হল, হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়নের আটঘরিয়া গ্রামের আব্দুল বারিকের পুত্র জসিম উদ্দিন (৩৪) ও একই গ্রামের এজাবত আলীর পুত্র আলা উদ্দিন (২৪)। র‌্যাব জানায়, গ্রেফতারকৃত দুই পাচারকারীসহ বেশ কয়েকজনের সাপের বিষ পাচারের একটি চক্র রয়েছে। তারা দীর্ঘদিন যাবত

দেশের বিভিন্ন স্থান থেকে বিষ সংগ্রহ করে দেশের বাইরে পাচার করে আসছিল। রোববার সন্ধ্যায় র‌্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আটঘরিয়া থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৬টি ঝাড়ের মধ্যে থাকা প্রায় ৯ কেজি ওজনের সাপের বিষ। এছাড়াও উদ্ধার করা হয়েছে ১টি গাইড বই, ১টি ডিভিডি প্লেয়ার, ১টি নমুনা প্যাকসহ আরো বেশ কিছু সরঞ্জাম। হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) মোঃ মাসুক আলী জানান, র‌্যাব আসামীদের থানায় হস্তাস্তর করেছে। তারা বর্তমানে থানা হেফাজতে রয়েছে। পরবর্তী আইনী পদক্ষেপ শেষে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর