March 29, 2024, 11:01 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

স্পেনের ৭ গোল মাল্টার জালে

স্পেনের ৭ গোল মাল্টার জালে

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

ইউরোর মূল পর্বের টিকেট নিশ্চিত হয়েছিল আগেই। এবার মাল্টাকে উড়িয়ে গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করল স্পেন। কাদিস শহরে শুক্রবার রাতে ‘এফ’ গ্রুপের ম্যাচে ৭-০ গোলে জিতেছে স্বাগতিক স্পেন। ২৩তম মিনিটে আলভারো মোরাতার গোলে স্পেন এগিয়ে যাওয়ার পর ৪১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সান্তি কাসোরলা। দ্বিতীয়ার্ধে ৬২ থেকে ৭১, এই নয় মিনিটে আরও চারটি গোল করে স্কোরলাইন ৬-০ করে ২০০৮ ও ২০১২ সালের ইউরোপ চ্যাম্পিয়নরা। গোলগুলো করেন পাউ তরেস, পাবলো সারাবিয়া, দানিয়েল অলমো ও জেরার্দো মরেনো। ৮৫তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে বুলেট গতির শটে মাল্টার কফিনে শেষ পেরেক ঠুকে দেন নাভাস। বাছাইয়ে এখন পর্যন্ত অপরাজিত স্পেনের অর্জন ৯ ম্যাচে সাত জয় ও দুই ড্রয়ে ২৩ পয়েন্ট। আরেক ম্যাচে রোমানিয়ার মাঠে ২-০ গোলে জিতে মূল পর্বে খেলা নিশ্চিত করেছে সুইডেনও। তাদের পয়েন্ট ১৮। এদিকে ‘জে’ গ্রুপে আগেই শীর্ষস্থান নিশ্চিত করা ইতালি জয়ের ধারা ধরে রেখেছে। বসনিয়া-হার্জেগোভিনার মাঠে ৩-০ গোলে জিতেছে রবের্তো মানচিনির দল। ২১তম মিনিটে ডিফেন্ডার ফ্রান্সেসকোর গোলে ইতালি এগিয়ে যাওযার পর ৩৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লরেন্সো ইনসিনিয়ে। ৫২তম মিনিটে দলের তৃতীয় গোলটি করেন ফরোয়ার্ড আন্দ্রেয়া বেলোত্তি। ৯ ম্যাচের সবকটিতে জেতা ইতালির পয়েন্ট ২৭। এই গ্রুপ থেকে মূল পর্বে ইতালির সঙ্গী হয়েছে ফিনল্যান্ড। তাদের পয়েন্ট ১৮।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর