March 28, 2024, 6:48 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

সেল্টার কাছে পরাজিত হলো খর্ব শক্তির বার্সেলোনা

সেল্টার কাছে পরাজিত হলো খর্ব শক্তির বার্সেলোনা

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে সেমিফাইনালের দ্বিতীয় লেগকে সামনে রেখে বার্সেলোনা শুক্রবার রাতে লা লিগায় ১১ জন খেলোয়াড়কে বিশ্রামে রেখেছিল। আর সেই সুযোগকে শতভাগ কাজে লাগিয়ে খর্ব শক্তির বার্সেলোনাকে ২-০ গোলে পরাজিত করেছে এবারের মৌসুমে ধুকতে থাকা সেল্টা ভিগো। মঙ্গলবার এ্যানফিল্ডে ফিরতি ম্যাচকে সামনে রেখে লিয়নেল মেসি, লুইস সুয়ারেজ, ফিলিপ কুটিনহো কেউই ছিলেননা বার্সা স্কোয়াডে। এর মধ্যে আবার ম্যাচ শুরুর মাত্র ৬ মিনিটের মধ্যেই ইনজুরিতে আক্রান্ত হয়ে মাঠত্যাগ করেন ওসমানে ডেম্বেলে। পরবর্তীতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছেন ডেম্বেলে। লিভারপুলের বিপক্ষে দ্বিতীয় লেগে তার খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। গত মৌসুমে এই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে প্রায় চার মাস মাঠের বাইরে ছিলেন ডেম্বেলে। এ বছর জানুয়ারি ও মার্চেও একই ধরনের সমস্যায় পড়েছিলেন। প্রতিবারই একমাস করে বিশ্রামে ছিলেন। ম্যাচ শেষে কোচ আর্নেস্টো ভালভার্দে বলেছেন, ‘আমরা ধারণা করছি তার পেশীতে সামান্য টান পড়েছে। গতবার যে পায়ে সমস্যা হয়েছিল এবার সেই পায়ে কিছু হয়নি। আশা করছি ইনজুরির মাত্রা ততটা গুরুতর নয়।’ গত সপ্তাহে ২৬তম লা লিগা শিরোপা নিশ্চিত হওয়ায় এই পরাজয়ে বার্সেলোনার জন্য খুব একটা ক্ষতি করেনি। তবে এই জয় সেল্টার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। হাতে রয়েছে আর মাত্র দুই ম্যাচ। তলানির তিনটি দল থেকে সেল্টা এখন পাঁচ পয়েন্ট দূরে রয়েছে। ৬৭ মিনিটে ম্যাক্সি গোমেজের গোলে এগিয়ে গিয়েছিল সেল্টা। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে ইয়াগো আসপাস ব্যবধান দ্বিগুন করেন। এই পরাজয়ে আর্নেস্টো ভালভার্দে তার দল নির্বাচন নিয়ে হতাশ হতে পারেন। গতকাল শনিবার লেভান্তের কাছে ৪-১ গোলে বিধ্বস্ত হওয়ায় ও সেল্টা জয়ী হওয়ায় রায়ো ভায়েকানোর রেলিগেশন অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। সেল্টা যদি কালকের ম্যাচসহ বাকি দু’টি ম্যাচেই পরাজিত হতো তবে রায়োর একটা সুযোগ ছিল। তবে হুয়েসকা ও রিয়াল ভ্যালাদোলিদের সাথে এবারের মৌসুমে রায়োর লা লিগা থেকে ছিটকে পড়ার সম্ভাবনাই বেশি। বার্সেলোনা এখন দ্রæতই লিভারপুলের বিপক্ষে ম্যাচ নিয়ে মনোযোগী হতে পারবে। রেডসরা শুক্রবার রাতে নিউক্যাসেলের বিপক্ষে প্রিমিয়ার লিগে ৩-২ গোলের জয় ছিনিয়ে নিয়েছে। গত বুধবার প্রথম লেগের ম্যাচে ক্যাম্প ন্যুতে ৩-০ গোলে পরাজিত হয়েছিল ইংলিশ জায়ান্টরা। ম্যাচের শুরুতে সেল্টার খেলোয়াড়রা বার্সেলোনার তরুণ খেলোয়াড় জিন-ক্লেয়ার টোডিবো, কার্লেস আলিনা, মৌসা ওয়াগে ও রিকি পুইগকে গার্ড অব অনার জানিয়েছে। ডেম্বেলের ইনজুরিতে ৬ মিনিটে বার্সেলোনার হয়ে কাল অভিষেক হয়েছে ২০ বছর বয়সী মিডফিল্ডার এ্যালেক্স কোলাডোর। প্রথমার্ধ গোলশুন্য থাকার পর দ্বিতীয়ার্ধে সেল্টা বেশ আগ্রাসী হয়ে খেলতে নামে। ৬৭ মিনিটে টোডিবো ইনজুরিতে পড়ে কিছুক্ষনের জন্য বাইরে চলে গেলে ১০ জনের বার্সেলোনার বিপক্ষে ম্যাক্সি স্বাগতিকদের সাফল্য এনে দেন। রিয়াদ বোডেবুজের ক্রস থেকে ম্যাক্সির দুর্দান্ত ভলি সেল্টাকে লিড এনে দেয়। ৮৮ মিনিটে ওয়াগের হ্যান্ডবলে ভিএআর প্রযুক্তিতে প্রাপ্ত পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুন করেন আসপাস। দিনের আরেক ম্যাচে এস্পানেয়লের বিপক্ষে ৩-০ গোলের হতাশাজনক পরাজয় বরণ করেছে এ্যাথলেটিকো মাদ্রিদ। মাত্র এক পয়েন্ট পেলেই টানা দ্বিতীয়বারের মত লা লিগায় এ্যাথলেটিকোর দ্বিতীয় স্থান নিশ্চিত হতো।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর