March 28, 2024, 11:17 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১৫ থেকে ১৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের মধ্যে যে বিভেদ ছিল তা ইতোমধ্যেই মিটে গেছে। ইজতেমার প্রস্তুতি চলছে। বিশ্ব ইজতেমা সামনে রেখে গতকাল রোববার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক নিরাপত্তা, বিদেশি মেহমানদের জন্য ভিসার ব্যবস্থা করাসহ সার্বিক প্রস্তুতি নিয়ে এক সভার পর সাংবাদিকদের প্রশ্নে এ কথা বলেন তিনি। প্রায় আড়াই ঘণ্টা বৈঠকের পর বেরিয়ে এসে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ৫ থেকে ১৭ ফেব্রুয়ারি সুষ্ঠু ও সুন্দরভাবে ইজতেমা অনুষ্ঠিত হবে। তাবলিগ জামাতের মধ্যে যে বিভেদ ছিল তা ইতোমধ্যে মিটে গেছে। ইজতেমার প্রস্তুতি চলছে। কয়েক লাখ লোকের জমায়েতের কারণে বিশ্ব ইজতেমাকে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সম্মিলন বলা হয়। প্রতিবছর জানুয়ারি মাসে টঙ্গীতে বিশ্ব ইজতেমার আয়োজন হলেও তাবলিগ জামাতের নেতৃত্বের দ্বন্দ্বে এবার তা স্থগিত হয়ে যায়। এর মধ্যে একটি পক্ষ টঙ্গীর ইজতেমা মাঠে জোড় ইজতেমা করার চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। এরপর গত ২৪ জানুয়ারি ধর্ম মন্ত্রণালয়ে তাবলিগের দুই পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ এবারের ইজতেমার তারিখ ঘোষণা করেন। কিন্তু এরপরও এক পক্ষের মধ্যে তারিখ নিয়ে ভিন্নমত থাকায় ইজতেমা পেছাতে পারে বলে গুঞ্জন ছিল। রোববারের সভার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে আমাদের আলোচনা হয়েছে। এখন তাবলিগ জামাতের দুই পক্ষের দুইজন করে চারজন ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন। আখেরি মোনাজাত কে করবেন, কে কোন অংশ পরিচালনা করবেন- তা তারা নির্ধিারণ করবেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল, পুলিশ প্রধান, র‌্যাব প্রধান, ডিএমপি কমিশনার ও তাবলিগ জামায়াতের দুই পক্ষের নেতারা উপস্থিত ছিলেন এ বৈঠকে। পরে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ সাংবাদিকরদের প্রশ্নের জবাবে বলেন, তাবলিগ জামায়াতের এখন আর কোনো বিরোধ নেই। দীর্ঘ সময় ধরে আমরা অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করেছি। দুই পক্ষের দুই জন করে চারজনকে নিয়ে বসে আমরা অন্যান্য কাজগুলো নির্ধারণ করব। তাবলিগ জামাতের দুই পক্ষের নেতাদের মধ্যে সৈয়দ ওয়াসিফুল ইসলাম ও খান শাহাবুদ্দিন নাসিম এবং অন্য পক্ষে মাওলানা জুবায়ের ও মাওলানা ওমর ফারুক এ বৈঠকে অংশ নেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর