March 28, 2024, 3:43 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

সুন্দরগঞ্জে ফার্ষ্ট এইড বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সভাকক্ষে ফার্ষ্ট এইড বিষয়ক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।সোমবার সকালে বেসরকারী সেচ্ছাসেবী সংস্থা (এনজিও) এসোড কর্তৃক বাস্তবায়নে ও ফ্লাড রেজিলিয়েন্স প্রকল্প’র আয়োজনে এ প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুজ্জামান সরকার। এছাড়া, আবাসিক মেডিকেল অফিসার সুভ্রাংশু সরকার, স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ নারায়ণ চন্দ্র বর্মা ও ফায়ারম্যান রাশেদুল ইসলাম। এ উপলক্ষ্যে কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সচিব সুলতান আহম্মেদ, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সভাপতি আবু বক্কর সিদ্দিক, এসোড’র ফিল্ড অফিসার (এফও) মোক্তার হোসেন, এফএফ ছফুরা খাতুন, মিজানুর রহমান, ফারহানা আফরোজ প্রমূখ। এতে ইউনিয়নের ইউডিসি, সিআরসি ও ক্র্যাগ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যগণের মধ্যে বক্তব্য রাখেন রফিকুল ইসলাম, বুলবুলি বেগম, সাজেদা বেগম, হামিদুল ইসলাম, সাইদুর রহমান, কল্পনা বেগম, রাজা মিয়া, শাহিনুর বেগম, নুর হোসেন, শেফালী বেগম প্রমূখ। এরআগে রবিবার হরিপুর ইউনিয়নের বিভন্ন পর্যায়ে উক্ত কমিটির সদস্যগণ এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
সুন্দরগঞ্জে বিনামুল্যে ভ্যানগাড়ি বিতরণ
আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর ইউনিয়নের ১৪ দরিদ্র ভ্যান চালককে বিনামুল্যে ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে।সোমবার বিকেলে বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন আরপিডিও কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কাজী লুতফুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা গৌতম কুমার বিশ্বাস। সংস্থার নির্বাহী পরিচালক শাহ ফারহানা ফিরদৌসির সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে ছিলেন জেলা পরিষদ সদস্য এমদাদুল হক নাদিম, সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র আবু বক্কর সিদ্দিক, সাংবাদিক রেদওয়ানুর রহমান, সামসুল হকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর