March 28, 2024, 11:03 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

সময়সূচী বৃদ্ধির দাবিতে সিরাক বাংলাদেশের মানবন্ধন

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

“সপ্তাহ জুড়ে সারাবেলা, কৈশোর-বান্ধব সেবা কেন্দ্র থাকুক খোলা” এই স্লোগানটিকে সামনে রেখে রাজশাহীতে মানবববন্ধন কর্মসূচি পালন করেছে সিরাক বাংলাদেশ, রাজশাহী বিভাগীয় যুব ফোরাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২৮শে জানুয়ারি ২০২০ ইং) বেলা সাড়ে ১২ টায় রাজশাহী শাহ্ মখদুম কলেজের সামনে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে তরুণ স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও শাহ্ মখদুম কলেজের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করেন।সিরাক বাংলাদেশ রাজশাহী বিভাগীয় শাখার সমন্বয়ক মো. মাহমুদুল হাসান শিশিরের সভাপতিত্বে এতে অংশ নেন- রাজশাহী প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও বঙ্গবন্ধুর বাংলাদেশ চাই’র আহ্বায়ক আসলাম-উদ- দৌলা, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রাহক ও সামাজিক কর্মী ওয়ালিউর রহমান বাবু। এছাড়াও নিজেদের স্বাস্থ্য অধিকার নিয়ে বক্তব্য রাখেন শাহ্ মখদুম কলেজের দু’জন শিক্ষার্থী।মানববন্ধনে বক্তারা কৈশোর-বান্ধব সেবা কেন্দ্রের মান উন্নয়ন ও সময়সূচী বৃদ্ধির উপর জোর দাবি রাখেন। সিরাক বাংলাদেশ রাজশাহী বিভাগীয় শাখার সমন্বয়ক মো. মাহমুদুল হাসান শিশির বলেন, কৈশোর-বান্ধব সেবা কেন্দ্রের মান উন্নয়নের পাশাপাশি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সেবা কেন্দ্র খোলা রাখতে হবে এবং সেবা কেন্দ্রের পরিসর বৃদ্ধি করে ২৪ বছর পর্যন্ত তরুণদের কেও এ সেবার আওতায় আনতে হবে।উল্লেখ্য যে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর ২০১৫ সালের একটি গবেষণা অনুসারে, বাংলাদেশে প্রায় ৩৬ মিলিয়ন কিশোর-কিশোরী জনগোষ্ঠী রয়েছে যা দেশের মোট জনসংখ্যার পাঁচ ভাগের এক ভাগ এবং যাদের বয়স সীমা হল ১০ থেকে ১৯ বছর বয়সের মধ্যে। ইউনিসেফ এর তথ্যানুসারে, ২০ থেকে ২৪ বছর বয়সী বিবাহিত ৫৩ শতাংশ কিশোরীর বিয়ে হয়েছে ১৮ বছরের মধ্যে। বাল্য বিবাহের জন্য স্কুল থেকে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ছে। বাল্য বিয়ের উচ্চ হারের কারণে বাংলাদেশে বয়ো: সন্ধিকালেই অনেক মেয়ে গর্ভধারণ, সহিংসতা ও অপুষ্টির ঝুঁকিতে থাকে। এই বয়সের ছেলে-মেয়ে এবং তাদের পরিবারের সদস্যদের ও স্বাস্থ্য সেবা সম্পর্কে সচেতনতার ঘাটতি থাকে। প্রজনন স্বাস্থ্য, পুষ্টি, মানসিক ও সামাজিক বিষয়ে কাউন্সেলিং ইত্যাদির মতো বিষয়ে তারা অবগত নন। এই অবস্থার কারণে বাংলাদেশে অনেক নবজাতকের মৃত্যু হয়।এ লক্ষ্যে ‘সপ্তাহ জুড়ে সারাবেলা, কৈশোর-বান্ধব সেবা কেন্দ্র থাকুক খোলা’ স্লোগানকে সামনে রেখে সিরাক-বাংলাদেশ এর উদ্যোগে সারাদেশে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ জানুয়ারি ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর