March 28, 2024, 9:28 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

শৈলকুপা পৌর ভবন থেকে বিপুল পরিমান ভিজিএফ’র চাউল জব্দ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ভবনে অভিযান চালিয়ে ৮০ বস্তা চাউল জব্দ করা হয়েছে। শৈলকুপা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস এ অভিযান পরিচালনা করেন। পৌর ভবনের দুটি কক্ষে লুকিয়া রাখা এ চাউল জব্দ করে তা সিলগালা করা হয়েছে। জানা যায়, পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ’র বিপুল পরিমান চাউল শৈলকুপা পৌরসভা ভবনে মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে প্রথম দফায় ৬৩ বস্তা ও দ্বিতীয় দফায় আবারও ১৭ বস্তাসহ মোট ৮০ বস্তা চাউল উদ্ধার করা হয়। যার ওজন ২৪১৫ কেজি। পৌর ভবনের একটি গোপন কক্ষে থাকা এ চাউল জব্দ ও সীলগালা করা হয়েছে। এ সময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস এর সহযোগি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুর রহমান, সহকারী প্রকৌশলী মলয় রঞ্জন বিশ্বাস ও শহর আলী প্রমুখ। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইফতেখার ইউনুস জানান, গোপন অভিযোগের প্রেক্ষিতে পবিত্র ঈদুল আযহা’র ভিজিএফ এর চাউল জব্দ করে সীলগালা করা হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হবে, তাঁদের নির্দেশনা অনুযায়ী পরবর্তি ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, পৌর মেয়রের বিভিন্ন দূর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সম্প্রতি পাল্টা সংবাদ সম্মেলনে উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ভিজিএফ’র চাউল চুরিসহ নানাবিধ অভিযোগ তুলে ধরেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৯ সেপ্টেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর