March 28, 2024, 6:29 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

শিবগঞ্জের মর্দানায় সাইফুদ্দিন হত্যাকান্ডে কমিশনার জেমসহ ৩৪ জনের নামে হত্যা মামলা’ গ্রেফতার-৮

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা আইয়ুব বাজারে সাইফুদ্দিন হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। বুধবার (১৫ জুলাই) ২০২০ ইং দিবাগত রাতে নিহতের বড়ভাই মুকুল হোসেন বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় প্রধান আসামী করা হয়েছে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিল খাইরুল ইসলাম জেমকে। এ ছাড়াও ওই মামলায় আরো ৩৩ জনকে আসামী করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ১০ জনকে আসামী করা হয়।ইতিমধ্যে এই মামলায় এজাহার ভুক্ত ০৮ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো যথাক্রমে, একই এলাকার সেলিম মিয়ার ছেলে সুরুজ মিয়া (৩৮), মৃত আয়েশ উদ্দিন ওরফে গুধা মিয়ার ছেলে আজহারুল ইসলাম পপেল (৫৫), এরফানের ছেলে কাজল (৩২), রেজাউলের ছেলে সুবেল (২৮), মৃত মনতাজের ছেলে রেজাউল (৫৫), তোফাজ্জলের ছেলে তাহির (৫৫), জোবদুলের ছেলে আফজাল (৪০), জিল্লুরের ছেলে জিয়াউল (৩৫)। তাদের গ্রেফতারের পর পুলিশ হেফাজতে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাহবুবুর রহমান বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ মামলায় এ পর্যন্ত ৮ আসামি গ্রেফতার হয়েছে। মামলার প্রধান আসামী ওয়ার্ড কাউন্সিলর (কমিশনার) খাইরুল ইসলাম জেমকে পাওয়া যাচ্ছেনা। তাকেসহ মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে। এ নিয়ে দেশের প্রচলিত আইনে আইনত ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ জুলাই ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর