May 30, 2024, 9:49 pm

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

শাহরিয়ারের সেঞ্চুরি মুক্তারের ব্যাটিং বীরত্বের পর

শাহরিয়ারের সেঞ্চুরি মুক্তারের ব্যাটিং বীরত্বের পর

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

দারুণ এক ফিফটিতে রাজশাহীকে লিড এনে দিয়েছেন মুক্তার আলী। চমৎকার এক সেঞ্চুরিতে বরিশালকে পথ দেখিয়েছেন শাহরিয়ার নাফীস।

অনুমিত ড্র হয়েছে প্রথম স্তরের ম্যাচ। বরিশাল বিভাগীয় স্টেডিয়ামে বৃষ্টির দাপটে খেলা হয়নি প্রথম দুই দিন। তৃতীয় দিন ১৯ উইকেট পড়লে জমে উঠে ম্যাচ। তবে চতুর্থ ও শেষ দিন অতটা দাপট দেখাতে পারেননি বোলাররা।

৯ উইকেটে ১২৫ রান নিয়ে বৃহস্পতিবারের খেলা শুরু করে রাজশাহী। দ্রুতই বরিশালের ১৩৩ রান ছাড়িয়ে লিড নিয়ে নেয় দলটি। ৩৫ রান নিয়ে দিন শুরু করা মুক্তার বাউন্ডারিতে দ্রুত এগোতে থাকেন। তার ব্যাটে দেড়শ ছাড়ায় রাজশাহীর সংগ্রহ।

২৯ বলে ৭ রান করা গাফ্ফারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ৭০ রানের জুটি ভাঙেন তানভীর ইসলাম। ১৫৫ রানে থামে রাজশাহী। ৭০ বলে ৭ চার ও দুই ছক্কায় অপরাজিত ৫৯ রানের ইনিংস ম্যাচ সেরার পুরস্কার এনে দেয় মুক্তারকে।

২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বরিশাল দ্রুত হারায় রাফসান আল মাহমুদকে। দ্বিতীয় উইকেটে শামসুল ইসলামের সঙ্গে ১৪২ রানের জুটিতে দলকে দৃঢ় ভিতের ওপর দাড় করান শাহরিয়ার। প্রথম শ্রেণির ক্রিকেটে চতুর্দশ সেঞ্চুরি পাওয়া বাঁহাতি এই ওপেনারকে ফিরিয়ে বরিশালের প্রতিরোধ ভাঙেন ফরহাদ হোসেন।

১৬১ বলে ১২ চার ও ৩ ছক্কায় ১০২ রান করে ফিরেন শাহরিয়ার। তার বিদায়ের পর বেশিক্ষণ টিকেননি শামসুল। ৬২ রানে করে তিনি বোল্ড হয়ে যান তাইজুল ইসলামের বাঁহাতি স্পিনে।

শেষের দিকে দ্রুত উইকেট হারাতে থাকে বরিশাল। তবে ততক্ষণে তাদের রান চলে গেছে নাগালের বাইরে। তারা ৭ উইকেটে ২২৯ রান করার পর ড্র মেনে নেন দুই অধিনায়ক।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: ১৩৩

রাজশাহী ১ম ইনিংস: (তৃতীয় দিন শেষে ১২৫/৯) ৪৩.৪ ওভারে ১৫৫ (মুক্তার ৫৯*, গাফ্ফার ৭; রাব্বি ২/৪৫, সোহাগ ৩/৪১, তানভীর ৩/৪২, মনির ২/১৫, মোসাদ্দেক ০/১)

বরিশাল ২য় ইনিংস: ৭৫ ওভারে ২২৯/৭ (শাহরিয়ার ১০২, রাফসান ৯, শামসুল ৬২, আল আমিন জুনিয়র ১২, মোসাদ্দেক ১০, সোহাগ ১১, নুরুজ্জামান ৩, রাব্বি ৯, সালমান ০; রেজা ০/৩২, মুক্তার ০/২১, গাফ্ফার ০/২৯, তাইজুল ৩/৫৫, সানজামুল ০/৫২, ফরহাদ ১/১৩, সাব্বির ৩/১৯)

ফল: ড্র

ম্যান অব দা ম্যাচ: মুক্তার আলী

Share Button

     এ জাতীয় আরো খবর