May 20, 2024, 6:42 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

শার্শায় সংসদ সদস্যের ডিমের গোডাউনে দুঃসাহসিক চুরি

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

এবার শার্শার সংসদ সদস্যের ডিমের গোডাউনে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১৬ মে) গভীর রাতে।পুলিশ সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে।শার্শার নাভারনের আফিল পোল্টি ফার্মের গোডাউন ইনচার্য আক্তারুজ্জামান জানান, শনিবার গভীর রাতে কোন এক সময় পিছনের জানালার গ্রীল কেটে চোরেরা এ চুরি সংঘটিত করেছে। এ সময় অফিস রুমের ক্যাশে থাকা ১৪ লক্ষাধিক টাকা চোরেরা নিয়ে যায়।তিনি আরো জানান, সকাল ৯টায় অফিস খুলেই তারা বিষয়টি জানতে পারে। পরে শার্শা থানা পুলিশকে জানানো হয়।এ খবর শুনে উপজেলা আওয়ামীলেিগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শার্শা থানা পুলিশের ইনচার্য বদরুল আলম ঘটনাস্থল পরিদর্শন করেছে।এ ব্যাপারে শার্শা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।স্থানীয়রা জানান, শার্শার নাভারন বাজারে গত ২ বছর যাবদ বিভিন্ন অফিস ও দোকানে চুরি সংগঠিত হয়ে আসছে। চুরির সাথে জড়িতরা চিহ্নিত হলেও অজানা কারনে রেহায় পেয়ে যাচ্ছে।স্থানীয় ব্যবসায়ীরা জানান, নাভারনের কাজিরবেড় গ্রামের এক চোর সিন্ডিকেট নাভারন বাজার সহ আসপাশের চুরির ঘটনায় জড়িত রয়েছে। এর আগেও বড় বড় চুরির ঘটনায় তারা আটক হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর