May 30, 2024, 9:21 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

র‍্যাব-৫ নাটোর সিপিসি-২ এর অভিযানে অবৈধ ইয়াবা ট্যাবলট উদ্ধারসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :
র‍্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের অপারেশনিক দল কোম্পানী কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান এর নেতৃত্বে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য বুধবার (১৯শে আগষ্ট) ২০২০ ইং তারিখ দুপুর ১টা ৩০ মিনিটের দিকে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন।
অপারেশনটি রাজশাহী জেলার চারঘাট থানাধীন ডাকরা গ্রামস্থ এলাকায় পরিচালনা করে অবৈধ ইয়াবা ট্যাবলেট ও অন্যান্য দ্রব্যাদি উদ্ধারসহ ০২ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।
অভিযান চলাকালীন সময় মাদক ব্যাবসায়ীদের কাছে থেকে যথাক্রমে, (ক) ইয়াবা ট্যাবলট-৮০৪ পিস, (খ) মোবাইল ফোন -০২ টি, (গ) সিম কার্ড-০৪ টি, (ঘ) মেমোরী কার্ড-০১ টি উদ্ধার করা হয়। অভিযানে গ্রেফতারকৃত আসামীরা হলো, ১। মোঃ খাইরুল ইসলাম (২৪), পিতা- মোঃ তোফাজ্জল সরকার, ২। মোঃ রাকিবুল হাসান (২২), পিতা- মোঃ গোলাপ রহমান, উভয়ের সাং- বাঁকড়া মাছপাড়া, থানা- চারঘাট, জেলা-রাজশাহী।
গ্রেফতারকৃত মাদক ব্যাবসায়ীদের হাতেনাতে আটক ও মাদক দ্রব্যাদি উদ্ধার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় জব্দকৃত আলামত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখিয়াছিল বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার চারঘাট থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে।
উল্লেখ্য, মাদক বিরোধী অভিযানটি পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য  উদ্ধারসহ গ্রেফতারের বিষয়টি বুধবার (১৯শে আগস্ট) ২০২০ ইং বিকেল ৪টা ০৭ মিনিটে র‍্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মো. রাজিবুল আহসান কতৃক ই-মেইলের মাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গণমাধ্যম কর্মীকে নিশ্চিত করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/১৯ আগষ্ট ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর