March 28, 2024, 10:28 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

র‌্যাব-৫ এর অভিযানে রাজশাহী মহানগরী থেকে দেশীমদসহ ১ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

সঠিক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল গত ২৩ ডিসেম্বর ২০১৯ তারিখ রাত্রি সাড়ে ৮ ঘটিকায় অভিযান পরিচালনা করেন। সেই সময় রাজশাহী মহানগরীর শাহমখদুম বড়বনগ্রাম এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। সেখান থেকে অভিযান চালিয়ে মাদক ব্যাবসায়ী মোঃ আইনুদ্দিন (২৮), পিতা- মৃত: ফজলুল হক, সাং- রাণীনগর, থানা- বোয়ালিয়া, রাজশাহী মহানগরকে (ক) ৬৯০ বোতল দেশীমদ (২৬২.২ লিটার) (খ) ০১ টি মোবাইল ফোন (গ) ০১ টি সীমকার্ডসহ আটক করতে সক্ষম হয়েছেন। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এ.টি.এম মাইনুল ইসলাম বলেন, তাদের নিজস্ব গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে সঠিক সংবাদের ভিত্তিতে রাজশাহীর মহানগরীর শাহ্ মখদুম বড়বনগ্রাম এলাকায় অভিযান পরিচালনার মাধ্যমে ৬৯০ বোতল দেশী মদসহ ১ জন মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আটককৃত এলাকা রাজশাহী মহানগরীর শাহ্ মখদুম থানায় মামলা রুজু করা হয়েছে।তিনি আরো বলেন, আমরা ইতি মধ্যেই র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন বাংলাদেশসহ বহির বিশ্বের কাছে বিভিন্ন অভিযানের সফলতায় প্রশংসিত হয়েছি। তার’ই ধারাবাহিকতায় বরাবরের মতো মাদক নির্মূলসহ যে কোন ধরনে অরাজকতাকে রুখে দিয়ে কঠিন থেকে কঠিনতম পদক্ষেপ নিতেও দ্বিধাবোধ করবো না বলেও স্পষ্ট জানিয়ে দেন। আর মাদক ব্যাবসায়ীদের যে কোন পরিকল্পনাকে নস্যাৎ করে দিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হবো ইনশাআল্লাহ। যার নজির ইতি পূর্বেও অনেক আছে, বিশেষ করে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সেগুলোনের খবরা খবর প্রকাশ পাচ্ছে। পাশাপাশি দেশ ও জাতির কল্যানার্থে যে কোন প্রকার অসামাজিক কিংবা রাষ্ট্রদ্রোহ কাজের সাথে জড়িত ব্যাক্তিদের সকল প্রকার কর্মকাণ্ডকে রুখে দিয়ে তাদের আটক করতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন সার্বক্ষণিক প্রস্তুত বলেও জানান।

প্রাইভেট ডিটেকটিভ/২৪ ডিসেম্বর ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর