May 20, 2024, 7:49 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান হেরোইন ও ইয়াবাসহ শীর্ষ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশনিক চৌকস দল কর্তৃক অভিযান পরিচালনা করা হয়। রবিবার (১৭ মে) ২০২০ ইং তারিখ রাত্রি ২টা ১৫ মিনিটের দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিদিরপুর এলাকায় অপারেশন পরিচালনা করে, বিপুল পরিমান হেরোইন ও ইয়াবাসহ ১ শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন।গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলেন, মোঃ রাজু আহম্মেদ (৩০), পিতা- আব্দুল মান্নান সেন্টু, সাং- বিদিরপুর, থানা- গোদাগাড়ী, জেলা- রাজশাহী। সেই ময়য় আটক এই শীর্ষ মাদক ব্যাবসায়ীর কাছে থেকে যথাক্রমে, (ক) ৮০০ গ্রাম হেরোইন, (খ) ৩০০ পিচ ইয়াবা ট্যাবলেট, (গ) ০২ টি মোবাইল ফোন, (ঘ) ০২ সীমকার্ড, (ঙ) ০১ টি মেমোরীকার্ড, (চ) ০১ টি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়। উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম বলেন, আমরা যথারীতি মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জনসচেতনতা ও প্রচার-প্রচারণায় বিভিন্ন প্রতিরোধ মূলক কাজে দেশের অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সথে একযোগে কাজ করে যাচ্ছি। পাশাপাশি আমাদের ওপরে অর্পিত দায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসছি এর’ই ধারাবাহিকতায় নিজস্ব গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে এবং সঠিক সংবাদের ভিত্তিতে, ১টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সেই সময় অপারেশন চালিয়ে উল্লেখিত দ্রব্যাদিসহ বিপুল পরিমান হেরোইন ও ইয়াবাসহ শীর্ষ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঘটনাস্থলের নিকটস্থ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।কোম্পানীর অধিনায়ক আরও বলেন, মাদক, বেআইনী অস্ত্র ও চোরাচালানের বিরুদ্ধে আমাদের সার্বক্ষণিক যুদ্ধ’ এর সাথে জড়িত ব্যাক্তিরা যতোই শক্তিশালী বা ক্ষমতাধর হোকনা কেন তাদেরকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা, তাদের সমূলে ধ্বংস করা হবে। একই সঙ্গে মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে সবাইকে সামাজিক দুরত্ব বজায় রেখে জনসচেতনতাসহ রাষ্ট্রীয় সকল নির্দেশনা মেনে চলারও আহ্বান জানান তিনি।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর