March 28, 2024, 3:21 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

র‌্যাব-৫ এর অভিযানে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ০১ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহী’র সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার ১৫’ই ফেব্রয়ারি ২০২০ ইং তারিখ রাত্রি ৮ ঘটিকায় ১টি অভিযান পরিচালনা করেন৷ সেই সময় চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানাধীন আন্দিপুর এলাকায় অপারেশন পরিচালনা করে অস্ত্র, গুলি ও ম্যাগজিনসহ ০১ শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন। গ্রেফতারকৃত অস্ত্র ব্যাবসায়ী হলো, মোঃ মুসলিম উদ্দিন (৩৫), পিতা- নুরুল ইসলাম, সাং- হেলাচী, থানা- ভোলাহাট, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। এই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীর কাছে থেকে উদ্ধার করা হয় যথাক্রমে, (ক) ০১ টি বিদেশী পিস্তল, (খ) ০১ টি ওয়ান শুটারগান, (গ) ০২ টি ম্যাগজিন, (ঘ) ০৭ রাউন্ড গুলি, (ঙ ) ০২ টি ব্যাগ, (চ) ০১ টি মোবাইল ফোন (ছ) ০২ টি সীমকার্ড, (জ) ০১ টি মেমোরি কার্ড। উক্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক মেজর, এস এম মোর্শেদ হাসান (পিএসসি) বলেন, আমাদের নিজস্ব গোয়েন্দা নজরদারির প্রেক্ষিতে এবং সঠিক সংবাদের ভিত্তিতে, চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০১ শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। সেই সময় গ্রেফতারকৃত আসামীর কাছে থেকে অস্ত্র, গুলি, ম্যাগজিন ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ঘটনাস্থলের নিকটস্থ থানায় অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়াও উল্লেখ্য, উক্ত আসামীর বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানায় ও ভোলাহাট থানায় পূর্বের আরো ০৩ টি মামলা রয়েছে।র‌্যাব-৫ এর কোম্পানী অধিনায়ক আরো বলেন, অস্ত্র এবং মাদকের ব্যপারে র‌্যাবের পক্ষ থেকে ইতি পূর্বেই জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। আমরা ইতি মধ্যেই র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন বাংলাদেশসহ বহির বিশ্বের কাছে বিভিন্ন অভিযানের সফলতায় প্রশংসিত হয়েছি এবং আমাদের সুনাম অক্ষুণ্ণ রাখতে পেরেছি। যাহার নজির ইতি পূর্বেও অনেক আছে, বিশেষ করে সংবাদ মাধ্যমে প্রতিনিয়ত সেগুলোনের খবরা খবর প্রকাশ পাচ্ছে। পাশাপাশি দেশ ও জাতির কল্যানার্থে যে কোন প্রকার অসামাজিক কিংবা রাষ্ট্রদ্রোহ কাজের সাথে জড়িত ব্যাক্তিদের সকল প্রকার কর্মকাণ্ডকে রুখে দিয়ে তাদের আটক করতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন সার্বক্ষণিক প্রস্তুত বলেও জানান। তিনি এও বলেন, অস্ত্র ও মাদকের বিরুদ্ধে আমাদের সার্বক্ষণিক যুদ্ধ’ এর সাথে জড়িত ব্যাক্তিরা যতোই শক্তিশালী বা ক্ষমতাধর হোকনা কেন তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবেনা। তাদেরকে সমূলে ধ্বংস করা হবে এ ব্যাপারে সমাজে সচেতন মহলকে এগিয়ে আসার আহ্বান জানান র‌্যাব-৫ এর এই কোম্পানী অধিনায়ক।

প্রাইভেট ডিটেকটিভ/১৬ ফেব্রুয়ারী ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর