March 28, 2024, 10:44 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রেলওয়ের অভ্যান্তরিন কোন্দলে দূর্ভোগে যাত্রীরা

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর)প্রতিনিধিঃ

রেলওয়ের অভ্যান্তরিন কোন্দলের কারনে দূর্ভোগে পড়েছে যাত্রীরা। জামালপুরের ইসলামপুরে স্টেশনে কোন সিগনাল না পাওয়ায় দেওয়ানগঞ্জ স্টেশনের যাত্রীদের এমন দুর্ভোগের স্বীকার হতে হয়েছে।জানাগেছে,দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলামের সাথে ওই স্টেশনের ফোরম্যান আব্দুল আওয়ালের অভ্যান্তরিন কোন্দলের সৃষ্টি হয়। সোমবার বেলা ১১টায় ফোরম্যান আব্দুল আওয়ালের নেতৃত্বে এলএম সোলাইমান,তাহের মিয়া,মাসুদ, সহ ৭/৮জন ওই মাস্টারের অফিস রুমে গিয়ে তাকে মারধর করে। এ সময় স্টেশন মাস্টারকে অন্যরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এই ঘটনায় ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ারগঞ্জগামী ৪৭নং কমিউটার ট্রেন দেওয়ানগঞ্জ স্টেশন মাস্টারের ক্লিলিয়ারেন্স না পাওয়ায় প্রায় ৩ঘন্টা ইসলামপুর স্টেশনে দাড়িয়ে থাকে। সিডিউল মোতাবেক ইসলামপুর থেকে নৌ ঘাটে গিয়ে নৌকা না পাওয়ায় রংপুর,গাইবান্ধা সহ পশ্চিমাঞ্চলের যাত্রীদের চরম দূর্ভোগে পড়েছে। এ ঘটনায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে।দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি জানান,এই ঘটনাকে কেন্দ্র করে ঢাকাতে ৪সদস্য বিশিষ্ট তদন্ত টিম গঠন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের আস্বাস দিয়েছেন।ইসলামপুর স্টেশন মাস্টার মো: মিজানুর রহমান জানান, দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেনটি এখানে ৩ঘন্টা অপেক্ষায় ছিল। আমরা কোন সিগনাল না পাওয়ায় ট্রেনটি ছাড়তে পারিনি। সিগনাল পাওয়ার পর ছেড়ে দিয়েছি।

প্রাইভেট ডিটেকটিভ/ ১৩ মে ২০১৯/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর