March 28, 2024, 7:58 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

রেলওয়েকে উন্নত দেশগুলোর মডেলে সাজানো হবে: রেলমন্ত্রী

রেলওয়েকে উন্নত দেশগুলোর মডেলে সাজানো হবে: রেলমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

 

উন্নয়নের জায়গা চিহ্নিত করে বাংলাদেশ রেলওয়েকে উন্নত দেশগুলোর মতো সাজানো হবে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। গত রোববার মধ্যরাতে চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে ফেনী রেলওয়ে স্টেশনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে আলাপকালে মন্ত্রী একথা বলেন। সুজন বলেন, বাংলাদেশ রেলওয়েকে সাজানো হবে উন্নত দেশগুলোর রেলওয়ের মডেলে। আধুনিকায়ক করা হবে রেলওয়ে স্টেশন এবং ট্রেনের। ইতোমধ্যে আমি রেলওয়ের উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে নিয়ে দেখছি রেলওয়ের কোথায় কোথায় কী কী কাজ করা যায়। কী কী পরিকল্পনা করা যায়। কাক্সিক্ষত সেবা পেতে সরকারের পাশাপাশি দেশের মানুষকেও এগিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন। ইতিমধ্যে এই মন্ত্রণালয় থেকে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সরাসরি দ্রুতগতির (হাইস্পিড) ট্রেন চালুর প্রকল্পের কাজ শুরু করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন হলে মাত্র ১ ঘণ্টা ৯ মিনিটে ঢাকা-চট্টগ্রাম যাতায়াত করা যাবে। রেল বিভাগে কোনো দুর্নীতি হলে ছাড় দেওয়া হবে না বলে তিনি হুঁশিয়ার করেছেন। ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর দাবির প্রেক্ষিতে মন্ত্রী বলেন, আপনারা জানেন যে ১৯৬৫ সালের আগে আমাদের পার্শ্ববর্তী দেশের সঙ্গে সংযোগ সৃষ্টিকারী যেসব রেল লাইন ছিল আমরা সেসব আবার পুনরায় চালুর পরিকল্পনা হাতে নিয়েছি। আগামি পাঁচ বছরের মধ্যে ফেনী-বিলোনীয়া রেলপথ ও চালু হবে। এ সময় মন্ত্রী ফেনী রেলওয়ে স্টেশনকে আধুনিয়কান করার প্রতিশ্রুতি দেন। ফেনী রেলওয়ে স্টেশনে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক কাজী মো. রফিকুল আলম, অতিরিক্ত মহাপরিচালক মো. মিয়া জাহান, বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রাম পূর্বাঞ্চলের জেনারেল ম্যানেজার ওমর ফারুক, ফেনী জেলা প্রশাসক মো. ওয়াহিদুজজামান, পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর আলম সরকার, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ দলের বিভিন্ন স্তরের নেতা-কর্মী।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর