March 27, 2024, 11:13 am

সংবাদ শিরোনাম
নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ আবারও কেঁপে উঠলো টেকনাফ সীমান্ত রাজধানীর মোহাম্মদপুর এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ পটুয়াখালীতে মহান স্বাধীনতা দিবস পালিত লালমনিরহাট এর আদিতমারি থানার অভিযানে ফেন্সিডিল সহ একটি মোটরসাইকেল ও দুজন আসামি গ্রেফতার পটুয়াখালীতে গভীর রাতে ইউপি চেয়ারম্যানের বাসায় হামলা অভাবের তাড়নায় মেয়েকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন এক অসহায় মা অভিনব পন্থায় পিক-আপ গাড়ীর ইঞ্জিন কভারের ভিতর করে মাদক পরিবহনকালে ০২জন ব্যবসায়ী গ্রেপ্তার

রিফাত হত্যায় দোষ স্বীকার করে আরও ২ আসামির জবানবন্দি

রিফাত হত্যায় দোষ স্বীকার করে আরও ২ আসামির জবানবন্দি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

বরগুনা শহরে প্রকাশ্য রাস্তায় শাহনেওয়াজ রিফাত শরীফকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেফতার আরও দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গত শুক্রবার সন্ধ্যায় মো. সাগর ও নাজমুল হাসান নামে দুই আসামির জবানবন্দি রেকর্ড করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম গাজী মো. সিরাজুল ইসলাম গাজী। মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ূন কবির বলেন, তারা দুজনেই ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছেন। এর আগে এ মামলায় চন্দন ও হাসানসহ চার আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। গত ২৫ জুন সকাল সাড়ে ১০টার দিকে জেলা শহরের কলেজ রোডে রিফাত শরীফকে (২৩) স্ত্রীর সামনেই কুপিয়ে জখম করে একদল যুবক। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রিফাতের মৃত্যু হয়। হামলার ঘটনার একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে দেশজুড়ে শুরু হয় আলোচনা। সেখানে দেখা যায়, দুই যুবক রামদা হাতে রিফাতকে একের পর এক আঘাত করে চলেছে। আর তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নি স্বামীকে বাঁচানোর জন্য হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করছেন। বরগুনার সরকারি কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্রী মিন্নি হামলাকারী সবাইকে চিনতে না পারার কথা জানালেও নয়ন বন্ড, রিফাত ফরাজী ও তার ভাই রিশান ফরাজীর নাম বলেন। পরে রিফাতের বাবা দুলাল শরীফ ওই তিনজনসহ ১২ জনকে আসামি করে বরগুনা থানায় মামলা করেন। এর মধ্যে মামলার ১ নম্বর আসামি সাব্বির আহম্মেদ ওরফে নয়ন বন্ড গত মঙ্গলবার ভোরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। আর ২ নম্বর আসামি রিফাত ফরাজীকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। পরিদর্শক হুমায়ূন কবির জানান, রিফাত শরীফ হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচজন এবং সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে মোট ছয়জন হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর