March 29, 2024, 7:02 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রাজশাহীর পুঠিয়ার বানেশ্বরে ওষুধ ব্যবসায়ীদের মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার,ব্যুরো প্রধান :

রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে ওষুধ ব্যবসায়ীদের মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বানেশ্বর ট্রাফিক মোড়ে ভ্রাম্যমান আদালতের অসদ আচরণ এবং ডাক্তার খানায় দিনে দুপুরে ডাকাতির প্রতিবাদে এ মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বানেশ্বর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী সেলিমের সভাপতিত্বে মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক শামীম আহম্মেদ।এছাড়াও মানব বন্ধন প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সাধারণ সম্পাদক শোভন, আব্দুল মান্নান, মামুন হোসেনসহ বানেশ্বর ওষুধ ব্যবসায়ীবৃন্দরা। মানব বন্ধন ও প্রতিবাদ সভায় জানানো হয় ওষুধ ব্যবসায়ীদের কোন কথা না শুনে এবং যে কোন ওজুহাতে বানেশ্বর বাজারের ওষুধ ব্যবসায়ীদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে মোটা অংকের জরিমান করা হয়। এর প্রতিবাদে সোমবার ২০ জুলাই দুপুর থেকে আগামীকাল মঙ্গলবার ২১ জুলাই বেলা দুইটা পর্যন্ত বানেশ্বর বাজার ও শিবপুর বাজারের সকল ঔষধের দোকান বন্ধ থাকবে।এর আগে দুপুরে বানেশ্বর বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সেই সময় বানেশ্বর বাজারের মা ফর্মেসীকে মেয়াদ উর্ত্তীণ ওষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা, একই অপরাধে ইমো কসমেটিককে ৫ হাজার টাকা ও ফল ভান্ডরকে ৩ হাজার টাকা জরিমানা করে অর্থদন্ড আদায় করেন ভ্রাম্যমান আদালত।এ বিষয়ে রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী উপ-পরিচালক মাসুম আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যম কর্মীদের বলেন, আমরা আইন সঙ্গত ভাবে এবং স্থানীয় প্রশাসনসহ ব্যবসায়ীদের সাথে কথা বলেই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকি।

প্রাইভেট ডিটেকটিভ/২০ জুলাই ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর