March 28, 2024, 6:48 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

রাজশাহীতে সেনাবাহিনীর হস্তক্ষেপে করোনায় সামাজিক দূরুত্ব নিশ্চিতসহ যান চলাচল নিয়ন্ত্রণে

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

প্রাণঘাতী করোনা ভাইরাস মোকাবেলায় গণসচেতনতা আর প্রচার-প্রচারণার পাশাপাশি রাষ্ট্রীয়ভাবে লোকসমাগমে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। সেই মুহুর্তে বিভাগীয় শহর রাজশাহীতে হঠাৎ করেই জনসমাগম বাড়ছিল। উদ্ভূত পরিস্থিতিতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য কঠোর হয়েছেন সেনাবাহিনীর সদস্যরা। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে শেষ পর্যন্ত মহানগরজুড়ে রিকশা, অটোরিকশাসহ সব ধরনের যানবাহন চলাচলও নিয়ন্ত্রণে এনেছে সেনাবাহিনী।শনিবার (৪ এপ্রিল) ২০২০ ইং সকাল থেকে যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নিয়ে আসেন তারা। সকাল ১০টার পর থেকেই রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে সব ধরনের যান চলাচলের বিরুদ্ধে কঠোর অবস্থানে যান সেনাবাহিনীর সদস্যরা। সড়কটি খালি করার জন্য মাইকিং শুরু করেন। করোনার সংক্রমণ রোধে যানবাহন চালকদের ফিরিয়ে দিয়ে সবাইকে বাড়ি চলে যেতে আহ্বান জানান তারা। ফলে শনিবার সকাল থেকেই রাজশাহী শহরের প্রধান প্রধান সড়কগুলো জনশূন্য হয়ে পড়েছে।শহরের প্রধান সড়ক থেকে শুরু করে বিভিন্ন এলাকার পাড়া-মহল্লাও এখন ফাঁকা হয়ে পড়েছে। সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি বেড়েছে পুলিশ টহলও। পুলিশ বাহিনীর সদস্যরা বর্তমানে মোড়ে মোড়ে অবস্থান নিয়েছেন। কোথাও যুবকদের জটলা দেখলেই ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিচ্ছেন এবং দ্রুত বাড়ি চলে যেতে বলছেন। এতে শহরের চিত্র আবারও পাল্টে গেছে, লোকসমাগম কয়েক দিনের চেয়ে আবারও কমে এসেছে। এর আগে সারাদেশে অঘোষিত লকডাউন ঘোষণা দেওয়ার পরও রাজশাহীতে রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল চলাচল নিয়ন্ত্রণ করতে পারা যাচ্ছিল না। কিন্তু বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে আবারও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে নেওয়া হয়।এ ব্যাপারে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক গণমাধ্যম কর্মীদের জানান, করোনার সংক্রমণ ঠেকাতে সবাইকে আরও কিছু দিন খুব সতর্ক অবস্থানে থাকতে হবে। তাই সামাজিক দূরত্ব নিশ্চিত করাটাই এখন জেলা প্রশাসনের বড় কাজ। এজন্য শহর ছাড়াও উপজেলা পর্যায়ে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত মাঠে রয়েছে। এছাড়াও সেনা সদস্যদের সহযোগিতায় বিষয়টি নিশ্চিত করারও চেষ্টা চলছে। এ ছাড়াও করোনা প্রতিরোধ র‌্যাব-পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বলে উল্লেখ করেন রাজশাহী জেলা প্রশাসক।

প্রাইভেট ডিটেকটিভ/০৪ এপ্রিল ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর