March 29, 2024, 10:36 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রাজশাহীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের আয়োজনে ইয়ুথ সার্কেল’র চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত

রুহুল আমীন খন্দকার রাজশাহী ব্যুরো প্রধান :

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইয়ুথ সার্কেল’র উদ্যোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে দিনব্যাপী চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৬শে নভেম্বর ২০১৮ ইং সন্ধ্যায় এ উৎসবের সমাপ্তি হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. ওসমান গণি তালুকদারের সভাপতিত্বে এসময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. এম সাইদুর রহমান খান ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম. আব্দুস সোবহান। এসময় বিশেষ অতিথি ছিলেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. রাশিদুল হক। বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির ‘ইয়ুথ সাকেল’র উপদেষ্টা শেখ সেমন্তী’র সঞ্চালনায় এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট (সিসিডি) বাংলাদেশ’র যুগ্ম পরিচালক শাহানা পারভীন, বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রভাষক নিখাতে জান্নাত বিনতে জিন্নাহ্; জার্নালিজম, কমিউনিকেশন এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক জোবায়দা শিরিন জ্যোতি প্রমুখ উপস্থিত ছিলেন এর আগে সকাল সাড়ে ১০টায় ‘রানওয়ে’ সিনেমা প্রদর্শনীর মধ্য দিয়ে দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব’র প্রদর্শনী শুরু হয়। পরে বিকাল ৩টা থেকে দেখানো হয় জঙ্গিবিরোধী পাপেট শো ‘শান্তির অভিযাত্রা’। এরপর বিকাল সাড়ে ৩টা থেকে প্রদর্শিত হয় মুম্বাই হামলার পরিপ্রেক্ষিতে নির্মিত ‘দ্য এটাক্স অব ২৬/১১’ নামক সিনেমাটি। প্রতিটি প্রদর্শনীতে প্রদর্শিত সিনেমার ওপর বিভিন্ন প্রশ্নের সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে সাতজনকে পুরস্কৃত করা হয়।গণযোগাযোগ বিষয়ক জ্ঞানচর্চাকেন্দ্র ‘সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট (সিসিডি) বাংলাদেশ’ ও ‘ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ‘শান্তি’ ও ‘সহনশীলনতা’র পরিবেশ রক্ষায় এবং ধর্মীয় উগ্রবাদ নির্মুলে বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ডের অংশ হিসেবে এ ‘চলচ্চিত্র উৎসব’ শুরু হয়। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে ‘ শীর্ষক পাইলট প্রজেক্টের আওতায় মহানগরীর অভ্যন্তরীণ রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি’র শিক্ষার্থীদের মাঝে উগ্র ও জঙ্গিবাদবিরোধী বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। এই কর্মসূচি চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত চলবে। তারই অংশ হিসেবে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সচেতনতামূলক কর্মকান্ডর অংশ হিসেবে এই ‘চলচ্চিত্র উৎসব’র আয়োজন করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭ নভেম্বর ২০১৮/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর