March 28, 2024, 3:59 pm

সংবাদ শিরোনাম
র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু ঠাকুরগাঁওয়ে ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত নারীদের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান ভোলা বোরহানউদ্দিনে নানা আয়োজনে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হলো নবাবগঞ্জে মেধা বিকাশ কোচিং সেন্টারের পক্ষ থেকে স্বাধীনতা দিবস উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত সিলেটে পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছে জমিয়ত সুন্দরগঞ্জে মহান স্বাধীনতা দিবস উদযাপণ

রাজধানীতে যানজটের কারণে প্রতি বছর ৪০ হাজার কোটি টাকার ক্ষতি

রাজধানীতে যানজটের কারণে প্রতি বছর ৪০ হাজার কোটি টাকার ক্ষতি

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজধানীতে যানজটের কারণে প্রতি বছর ৪০ হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে দাবি করেছেন বাংলাদেশ সাধারণ নাগরিক সমাজ নামে একটি সংগঠন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ দাবি জানান সংগঠনের নেতারা। মানববন্ধনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক মহিউদ্দীন আহমেদ। তিনি বলেন, বিশ্বব্যাংকের হিসাব মতে নগরীতে প্রতিদিন যানজটের কারণে ৩২ লাখ কর্ম ঘণ্টা নষ্ট হচ্ছে। এতে করে বাৎসরিক ক্ষতির পরিমাণ দাঁড়াচ্ছে ৪০ হাজার কোটি টাকা। এসব হিসাবে পরোক্ষভাবে রাষ্ট্রের ক্ষতি হলেও প্রত্যক্ষভাবে সাধারণ নাগরিকরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তিনি বলেন, বর্তমানে প্রায় ২ কোটি নাগরিকের বসবাস এই রাজধানীতে। এর মধ্যে কাজের উদ্দেশ্যে, পড়ালেখা ও দৈনন্দিন চাহিদার কারণে প্রতিদিন রাস্তায় বের হতে হচ্ছে প্রায় ১ কোটি ৫০ লাখ নাগরিককে। কিন্তু এই অপরিকল্পিত নগরীতে নেই পর্যাপ্ত রাস্তা ঘাট, নেই পর্যাপ্ত ফুটপাত। যাও আছে তারমধ্যে ৩০ ভাগই হকার, পার্কিং, নির্মাণ সামগ্রী রেখে দখল হয়ে পড়েছে। তিনি আরো বলেন,বর্তমান সরকার প্রযুক্তি ও ডিজিটাল বান্ধব হলেও আমাদের ট্রাফিক ব্যবস্থা এনালগ বা মান্ধাতা আমলে রয়ে গেছে। নগরীর নাগরিকরা সিটি করপোরেশনকে ট্যাক্স দিলেও সিটি করপোরেশন শুধুমাত্র রাস্তার নির্মাণ কাজের দায়িত্ব পালন করেই খালাস পেয়ে যান। অথচ নাগরিক সেবা প্রদান করার জন্য যানজট দূর করা বা গণপরিবহণের যাত্রীসেবার দায়িত্ব কেউই নিতে চায়না। এ সময় রাজধানীর যানজট নিরসনে সংগঠনের পক্ষ থেকে কয়েকটি দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হল: ট্রাফিক ব্যবস্থাকে প্রযুক্তি বান্ধব করা, প্রতিটি মোড়ে ছোট ছোট ইউলুপ ও আন্ডারপাস তৈরি করা ও সিটি করপোরেশনের মধ্যে সকল সেবার দায়ভার সিটি করপোরেশনের উপর প্রবর্তন করা প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন- প্রাক্তন জাতীয় সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু ও বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব হারুন রশিদ প্রমুখ।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর