May 30, 2024, 9:24 am

সংবাদ শিরোনাম
রংপুর সিটির তিন মাথায় নির্মাণ শ্রমিকের মৃত্যু, ইউপি চেয়ারম্যান ও ভবন মালিকের যোগসাজসে গোপনে লাশ দাফন আদমদীঘির ধান শরিয়তপুরে উদ্ধার; গ্রেপ্তার-২ অবৈধভাবে চাঁদা উত্তোলনকালে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে ০৬ জন পরিবহন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান এলাকা হতে গাঁজা ও বিদেশী পিস্তলসহ কুখ্যাত অস্ত্রধারী মাদক ব্যবসায়ী সাগর’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কায় চালকের মৃত্যু ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবে উপকুলের সতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত কুড়িগ্রামে বেবী তরমুজের চাষে তিন মাসে আয় দেড় লাখ টাকা মাঝরাত্রে প্রবাসীর ঘরে ঢুকে স্ত্রীও মা কে ছুরি মেরে পালালো দুর্বৃত্তরা বগুড়ার শিবগঞ্জে জাতীয় অনলাইন প্রেসক্লাবের কমিটি গঠন: এমদাদুল আহবায়ক রবি সদস্য সচিব গাইবান্ধা প্রেসক্লাব’র কমিটি গঠিত

রাঙ্গামাটি লংগদুতে কর্মস্থলে অনুপস্থিতসহ বিভিন্ন অভিযোগ উঠেছে আনসার ভিডিপিকর্মকর্তার বিরুদ্ধে

মোঃ তানজিল হোসাইন,রাঙ্গামাটি প্রতিনিধিঃ

প্রতিকি ছবি

কর্মস্থলে অনুপস্থিতি,শারীরিক অক্ষমতা, মাসিক সমন্নয় সভা, আইন শৃঙ্খলা সভা, জাতীয় দিবসে হাজির না থাকা, এমনকি একাদশ জাতীয় নির্বাচনএবং ৫ম উপজেলা পরিষদ নির্বাচনের মত জাতীয় গুরুত্বপূর্ণ দায়িত্বে হাজির না থাকা এবং মাসের পর মাস রাঙ্গামাটি শহরে অবস্থান করে বাহকেরমাধ্যমে অফিসের ফাইল পত্র সাক্ষর করার অভিযোগ উঠেছে লংগদু উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অশোক কুমার বড়ুয়ার বিরুদ্ধে।সম্প্রতি লংগদু  উপজেলার  কয়েকজন  সচেতন  নাগরিক  জেলা  দুর্নীতি  দমন কমিশন বরাবরে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা অশোক কুমার বড়ুয়ারকর্মস্থলে হাজির না থাকা, অন্যায় ভাবে সরকারী ভ্রমন ভাতার বরাদ্ধের টাকা লুটপাট করার বিষয়ে অভিযোগ দাখিল করেছেন।প্রাপ্ত  তথ্যে  জানা  যায়, উপজেলা  আনসার  ভিডিপি  কর্মকর্তা  অশোক  কুমার বড়ুয়া  গত ০৩.০৩.২০১৬ ইং  তারিখে  লংগদু উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হিসেবে যোগদানকরেন।যোগদান  করার পর থেকে তিনি বছরে ৪/৫ দিন অফিস করেন।অধিনস্তদের  দিয়ে  তিনি অফিস পরিচালনা করেন।জরুরী  ফাইল  পত্র  বাহকের মাধ্যমে  তাহার  রাঙ্গামাটি  শহরস্থ কালিন্দিপুরের বাসায় সাক্ষর করেন।শুধু  তাই  নয়,  উপজেলা  আইন শৃঙ্খলা ও উপজেলা সমন্বয় সভার তিনি একজনগুরুত্বপূর্ণ সদস্য হওয়ার পরও তিনি বিগত অক্টোবর ২০১৭ সালের পর ২০১৯ সালের মার্চ মাস পর্যন্ত কোন সভায় হাজির ছিলেন না ।সরকারী  এরূপ  একজন  কর্মকর্তার  কর্মস্থলে  হাজির  না  থাকাই  যদি  নিয়মে  পরিনত  হয়  তাহলে  এ  পদে  কর্মকর্তা  পদায়নের  কি  দরকার  ছিল বলেলোকমুখে মন্তব্য শুনা যায়। লোকমুখে  নানা  কটূক্তি  শোনার  পর তাহার অফিসে গিয়ে জানা যায়, তিনি এত বেশি শারিরিক ও মানসিক ভাবে অসুস্থযে, তাহার পক্ষে অফিস পরিচালনা করা সম্ভব নয়।এমতাবস্থায়  উর্দ্ধতন  কর্তৃপক্ষ  অশোক কুমার বড়ুয়ার দুর্নীতি খতিয়ে দেখবেন এবং লংগদুউপজেলার মত একটি জনবহুল ও জনগুরুত্বপূর্ণ এলাকায় একজন সক্ষম ও নিষ্ঠাবান কর্মকর্তাকে পদায়ন করা হবে বলে লংগদুবাসীর প্রত্যাশা ।

প্রাইভেট ডিটেকটিভ/ ১২ মে ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর