March 29, 2024, 4:20 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী

রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আসন্ন রমজানে পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চেয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্শি বলেছেন, বাজার দরের কারণে যেন তার বদনাম না হয়। রোজা সামনে রেখে গতকাল বুধবার সচিবালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভার পর বাণিজ্যমন্ত্রীর এই আহ্বান আসে। তিনি বলেন, আমি তো ব্যবসা থেকেই এসেছি, সবাই তো বলেন ব্যবসায়ী। আমি যদি ভালো না করতে পারি, তাহলে আপনাদেরই বদনাম হবে। ব্যবসায়ী একজন লোককে মন্ত্রী বানানো হয়েছে, ব্যবসায়ীরাও মন্ত্রীর লোক, তাই না? মন্ত্রী হলেও এখনও নিজেকে ‘ব্যবসায়ীদের পক্ষে লোক’ হিসেবে বর্ণনা করে টিপু মুনশি বলেন, এই ফিলিংসটা থাকা দরকার যে কমার্স মিনিস্টারকে ফেরত দেব না, ওঁর মুখের উপর যেন কালি না পড়ে, এটা আপনাদের মাথায় রাখতে হবে। মুসলমানদের সংযমের মাস রমজানে বেগুন, কাঁচা মরিচ, পেঁয়াজ, ছোলা, তেল, মাংসসহ বেশ কিছু পণ্যের চোহিদা বেড়ে যায়। আর এ সময়টাই প্রতি বছরই এসব পণ্যের দাম বাড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া যায়। গত জানুয়ারিতে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে সরকার গঠনের পর তৈরি পোশাক রপ্তানিকারক থেকে রাজনীতিতে আসা টিপু মুন্শিকে দেওয়া হয় বাণিজ্যমন্ত্রীর দায়িত্ব। আসন্ন রোজায় তাকে প্রথমবারের মত মন্ত্রী হিসেবে বাজার সামাল দেওয়ার পরীক্ষায় নামতে হবে। ব্যবসায়ীদের সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়ে টিপু মুনশি বলেন, সারাজীবন টেবিলের ওপাশেই বসেছি, মন্ত্রী হয়ে এপাশে এসেছি। তবে আমার আচারণ ওপাশেই থাকবে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা দেব যতটা লজিক্যাল। মানুষের কষ্টের জায়গায়টায় আপনারা মানুষের কাছে থাকবেন। তিনি জানান, সভায় নিত্য প্রয়োজনীয় পণ্যের উৎপাদন, আমদানি, মজুদ ও মূল্য পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে। যে মজুদ এখন আছে, তাতে রোজার মাসে ‘দাম বাড়ার কারণ নেই’ বলে ব্যবসায়ীরা তাকে আশ্বস্ত করেছেন। সেই দিক থেকে আমার মনে হয় সবাই যদি সততার সাথে করি এবং আমরাও ট্র্যাক রাখব, এটা যেন না বাড়ে, মেনটেইন করতে হবেৃ। রমজান মাস পবিত্র মাস, এই মানসিকতায় এ সময়ে সুযোগ নেওয়া ঠিক না, আল্লাহ তাদের উপর খুশি হবেন। পণ্য পরিবহনে চাঁদাবাজির কারণেও বাজারে জিনিসপত্রের দাম বাড়ে জানিয়ে এ বিষয়টিও ‘শক্তহাতে’ নিয়ন্ত্রণ করার কথা বলেন বাণিজ্য মন্ত্রী। ব্যবসায়ীদের কথায়, গ্যাসের সাপ্লাই বা চাঁদাবাজি এখন তাদের বড় মাথাব্যথা, আমরা শক্তহাতে হ্যান্ডেল করতে চাই চাঁদাবাজি। প্রধানমন্ত্রী এ ব্যাপারে কড়া নির্দেশ দিয়েছেন, কোনো অবস্থাতেই চাঁদাবাজি মানব না, আমরা সব জায়গায় পয়েণ্ট রাখবৃ চাঁদাবাজির জন্য যেন ভোগান্তি না হয়। চাঁদাবাজির কারণে কীভাবে পণ্যর দাম বাড়ে সেই উদাহরণ দিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, রংপুরে যে সবজির দাম ১০ টাকা বা ১২ টাকা তা ঢাকায় ৪০ টাকা কেজিতে বিক্রি হয় পথে পথে পরিবহনে চাঁদবাজির কারণে। পথে পথে চাঁদা দিতে হয়, শ্রমিকরা টাকা খায়, পুলিশরা টাকা খায়, ওমুক টাকা খায়, তমুক টাকা খায়, বাজার সমিতি টাকা খায়ৃ এগুলো আমাদের শুনতে হয়। এক গাড়ি আনতে আনতে যে কত টাকা খরচ হয়, তার একটা হিসাব ধরিয়ে দেয়, এত জায়গায় এত চাঁদা দিয়ে আসছি। সেটাও তো প্রোডাক্টের ওপর গিয়ে পড়ছে। আইন-শৃঙ্খলা বাহিনী পজেটিভ আছে, আমরা এটা কন্ট্রোল করার চেষ্টা করব। থানা থেকে এসপি সেল করে দেব, যাতে কোনো জায়গা থেকে কল করলে ফেইস করা যায়। অন্যদের মধ্যে বাণিজ্য সচিব মফিজুল ইসলাম, এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, মেঘনা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফা কামাল, টিসিবি চেয়ারম্যানব্রিগেডিয়ার জেনারেল মো. হাসান জাহাঙ্গীরসহ আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সভায় উপস্থিত ছিলেন।

বাণিজ্য ঘাটতি কমাতে থাই বিনিয়োগের আহ্বান: বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশে বিনিয়োগ করতে থাইল্যান্ডের বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল বুধবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে থাই বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আমাদের গুণগত পণ্য আমদানীর বড় একটি মার্কেট থাইল্যান্ড। দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক থাইল্যান্ডের অনুকুলে। বাণিজ্য ঘাটতি কমাতে বন্ধু রাষ্ট্র হিসাবে থাইল্যান্ড বিনিয়োগ নিয়ে আসতে পারে। বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি করতে সরকারের নানাবিধ উদ্যোগের প্রসঙ্গ টেনে টিপু মুনশি বলেন, বিদেশি বিনিয়োগের জন্য আমরা বাংলাদেশে উন্মুক্ত রেখেছি, সেভাবেই নীতি প্রণয়ন করা হচ্ছে। বিভিন্ন দেশের বড় বড় প্রতিষ্ঠান আমাদের দেশে বিনিয়োগ করছে। থাইল্যান্ড কর্তৃপক্ষের প্রতি আহ্বান থাকবে, তারা যেন আমাদের দেশে বিনিয়োগ করে। তিনি বলেন, আমরা সেখানে শপিং, ট্যুরিজমসহ বিভিন্ন কারণে গিয়ে থাকি। কেনাকাটা ও ঘোরার ক্ষেত্রে থাইল্যান্ডকে আমাদের সেকেন্ড হোম বলতে পারি। এই ধরনের মেলা আমাদের আমদানিকারক ও ব্যবসায়ীদের গুণগত মানের পণ্য পেতে সহায়তা করবে। বাংলাদেশে পর্যটন খাতকে বিকশিত করতে থাইল্যান্ডের সহায়তা চেয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, পর্যটনে থাইল্যান্ড যে চ্যাম্পিয়ন সেক্ষেত্রে কোনো সন্দেহ নাই। সেভাবে বাংলাদেশও পরবর্তী গন্তব্য হতে পারে পর্যটকদের জন্য। থাইল্যান্ড গত ৪৫ বছর ধরে আমাদের বন্ধু রাষ্ট্র। তারা আমাদের পর্যটনকে তাদের দেশের মত অবস্থানে নিয়ে যেতে সহায়তা দিতে পারে। বাংলাদেশের ব্যবসায়ীদের ভিসার পাওয়ার পথ সহজলভ্য ও ভিসা পেতে সময় কমিয়ে আনার আহ্বানও জানান টিপু মুনশি। থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি প্রায় ৭০ কোটি ২০ লাখ ডলার। গত অর্থবছরে থাইল্যান্ড থেকে আমদানি করে ৭৪ কোটি ১০ লাখ ডলার। এর বিপরীতে মাত্র ৩ কোটি ৯০ লাখ ডলার বাংলাদেশী পণ্য থাইল্যান্ডে রফতানি হয়েছে। গত ২০১৭-১৮ অর্থবছরে থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ছিল প্রায় ১০০ কোটি ডলার। এরমধ্যে ৯৫ কোটি ডলারের পণ্য থাইল্যান্ড থেকে আমদানি করেছে বাংলাদেশ। বিপরীতে মাত্র ৫ কোটি ডলারের পণ্য থাইল্যান্ডে রপ্তানি করা হয়েছে। ‘টপ থাই ব্র্যান্ডস-২০১৯’ নামে চারদিনের ওই মেলায় ৭২টি প্রতিষ্ঠান বিভিন্ন থাই পণ্যের পসরা নিয়ে অংশ নিচ্ছে। থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত মেলা আগামি ৩০ মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে। মেলায় প্রদর্শিত পণ্যের মধ্যে রয়েছে- স্বাস্থ্যসেবা, প্রসাধনী, সৌন্দর্য ও স্বাস্থ্য পণ্য, বেডিং, স্পা, বৈদ্যুতিক সরঞ্জাম, স্টেশনারি, গৃহস্থালি পণ্য, তাজা ফল, খাদ্যদ্রব্য, টেক্সটাইল ও ফেব্রিক, অন্তর্বাস, হ্যান্ডব্যাগ, অলংকার, কনফেকশনারি, সজ্জা সংক্রান্ত পণ্য ও শিশু পণ্য। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলাম, বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রাইচক অরুণ পাইরজকুল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর