March 28, 2024, 11:19 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রংপুর মেডিকেলে নেওয়া হলো ব্যারিস্টার মইনুলকে

রংপুর মেডিকেলে নেওয়া হলো ব্যারিস্টার মইনুলকে

ডিটেকটিভ নিউজ ডেস্ক

আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মানহানির মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টার দিকে রংপুর কারাগার থেকে তাকে রমেকে নেওয়া হয়। কারাগারের জেলার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৬ অক্টোবর মধ্যরাতে একটি টেলিভিশন টক শোতে এক প্রশ্নের জবাবে সরাসরি যুক্ত হওয়া ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন। এর জের ধরে ২২ অক্টোবর রংপুর আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন নারী অধিকার কর্মী মিলি মায়া বেগম। ওইদিন রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়। গত ৩ নভেম্বর জামিন আবেদন শুনানির জন্য ঢাকা থেকে রংপুর কারাগারে আনা হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে। পরে ৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় শারীরিক অবস্থা বিবেচনা করে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানান ব্যারিস্টার মইনুলের আইনজীবী। শনিবার সকাল নয়টায় কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা শেষে মেডিকেল বোর্ড জানায়, ব্যারিস্টার মইনুল হোসেনের শারীরিক অবস্থা ভালো রয়েছেন। তবে তিনি ক্রোনিক রোগে ভুগছেন। ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাইকোর্টের দেয়া নির্দেশে গতকাল শনিবার সকাল নয়টায় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে পাঁচ সদস্যের একটি মেডিকেল বোর্ড তার স্বাস্থ্য পরীক্ষা করেন। এতে রক্ত, ইসিজিসহ এক্সরে, ইউরিন পরীক্ষা করা হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে দশটায় আবারো তাকে কারাগারে নেয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা প্রসঙ্গে গঠিত মেডিকেল বোর্ড এর প্রধান এবং রমেক হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক দেবেন্দ্র নাথ সরকার বলেন, ব্যারিস্টার মইনুল হোসেনের শারীরিক অবস্থা ভালো আছে। তিনি ক্রোনিক রোগে ভুগছেন। এদিকে রংপুর কেন্দ্রীয় কারাগারের জেলার আমজাদ হোসেন জানান, রোববারের মধ্যে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষার জন্য হাইকোর্ট থেকে নির্দেশনা দেয়া হয়। শনিবার রমেক হাসপাতালে ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। চিকিৎসকরা তার শারীরিক অবস্থা ভালো রয়েছেন বলে নিশ্চিত করেছে। স্বাস্থ্য পরীক্ষা শেষে কারাগারে তাকে আবারো নেয়া হয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর