March 29, 2024, 7:27 am

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

রংপুরে ভাইয়ের হাতে ভাই খুন; মা ও ছেলে আটক

আবুল হোসেন বাবলু,বিশেষ প্রতিনিধিঃ

রবিবার রাত আনুমানিক সাতটার  দিকে নগরীর দেওডোবা এলাকায় আপন বড়

ভাই, ভাবি এবং ভাতিজার হাতে শামিম হোসেন (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে বড়ভাই জামিল এর বাড়িতে বাবা মোঃ ইয়াসিন আলী থাকেন। বাবার চাহিদা অনুযায়ী খাবার নিয়ে শামীম মিয়া  প্রতিদিন  তার বাবার জন্য বড় ভাই জামিল এর বাড়িতে যেতেন।নিহতের স্ত্রী আরজিনা বেগম জানান, অন্যান্য দিনের ন্যায় গত ১৯ জানুয়ারি আমার স্বামী আনুমানিক রাত সাতটার দিকে আমার শশুরের জন্য খাবার নিয়ে জামিল হোসেন এর বাড়িতে যায়।সেখানে খাবার নিয়ে শামিম হোসেনের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সে তার ভাতিজাকে থাপ্পড় দেয়। এ ঘটনার প্রেক্ষিতে শামিমের বড় ভাই জামিল হোসেন এবং ভাবি আনোয়ারা বেগম ক্ষিপ্ত হয়ে তিন জনেই চড়াও হয় শামিম হোসেনের উপর।অবস্থা বেগতিক দেখে শামিম হোসেন সেখান থেকে বেরিয়ে নীজ বাড়ির দিকে রওনা হয়। এসময় তার পথরোধ করে তাকে এলোপাতাড়ি মারধর করতে থাকে তারা। একপর্যায়ে বড়ভাই জামিলের হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করলে শামিম হোসেন মাটিতে লুটিয়ে পরে। এমতাবস্থায় এলাকাবাসী তাকে উদ্ধার করে  রংপুরের (বেসরকারি) প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে   কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।এ ব্যাপারে রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ) শহিদুল্লাহ্ কাওছার বিপিএম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনার পর নিহতের বড় ভাই পালিয়ে গেলেও জামিলের স্ত্রী আনোয়ারা বেগম (৩০) ও তার ছেলে আতিকুর রহমান(১৩) কে আটক করেছে পুলিশ। শামীমকে হাসপাতালে নেওয়ার সময় কৌশলে বাড়ি থেকে সটকে পড়েন জামিল মিয়া। তবে হত্যাকান্ডের প্রকৃত মোটিভ এখনো পাওয়া না গেলেও আটক কৃতদের জিজ্ঞাসাবাদে মূল রহস্য বেরিয়ে আসবে বলে ধারণা করছেন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা ।মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আব্দুর রশিদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে । এ ব্যাপারে মৃত শামীম মিয়ার স্ত্রী আরজিনা বেগম বাদী হয়ে রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় মামলা করেছেন। মামলা নং- ৩৫, তাং– ১৯/০১/২০২০ ।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই বিল্লাল জানান মামলার এজাহারে ভুলবশত ভাতিজা আতিকুরের হাতে থাকা হাতুড়ি দিয়ে আঘাত এর কথা উল্লেখ থাকলেও আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে গ্রেপ্তারকৃতরা স্বীকার করেন যে, পলাতক আসামি বড়ভাই জামিল এর হাতে থাকা হাতুড়ির আঘাতে শামীমের মৃত্যু হয়। তিনি আরো বলেন পলাতক আসামি গ্রেফতারে পুলিশের জোর তৎপরতা চলছে।

প্রাইভেট ডিটেকটিভ/২১ জানুয়ারি ২০২০/ইকবাল

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর