April 29, 2024, 10:49 pm

সংবাদ শিরোনাম
সারাদেশের মতো রংপুরের বাজার নিয়ন্ত্রণে রয়েছে ভোক্তার ডিজি আবাম ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ ও এতিমদের মাঝে পোশাক ও সেলামী প্রদান কক্সবাজার টিসিবির পণ্য মজুদ ও বিক্রির অপরাধে এক লাখ টাকা জরিমানা দুস্থদের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ এবার কলাপাড়ায় দেখা মিললো বিলুপ্তপ্রায় উড়ন্ত লাউডগা সাপের কুড়িগ্রামের উলিপুরে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে দিলেন প্রভাবশালী কুড়িগ্রামে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি- ২০২২ প্রদান নিয়মিত বাজার মনিটরিংয়ে পণ্যের দাম কমছে :রংপুরে ভোক্তা ডিজি ব্রহ্মপুত্র নদে আড়াই মাস ধরে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে জিএসপির প্রভাব পড়ছে না: বাণিজ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে জিএসপির প্রভাব পড়ছে না: বাণিজ্যমন্ত্রী

ডিটেকটিভ নিউজ ডেস্ক

যুক্তরাষ্টে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের অনুমতি না পেলেও দেশটিতে রফতানিতে কোনো প্রভাব পড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তবে আলোচনার মাধ্যমে এই শুল্কমুক্ত সুবিধার অনুমতি পাওয়া যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য আবদুল মান্নান ও বিরোবধীদল জাতীয় পার্টির সদস্য খফরুল ইমামের সম্পূরক প্রশ্নের উত্তরে তিনি একথা জানান। বাণিজ্যমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রে আমাদের যে সব পণ্য রফতানি হয় তার ৯০ শতাংশ তৈরি পোশাক। এই তৈরি পোশাক রফতানির ক্ষেত্রে জিএসপির সুবিধা না থাকার কোনো প্রভাব পড়ছে না। জিএসপির জন্য যুক্তরাষ্ট্র ১৬টি শর্ত দিয়েছে। শর্তগুলো পূরণ করা হয়েছে। তারপরও যদি কিছু বাকি থাকে সেটাও পূরণ করা হবে। আলোচনা চলছে, আমরা মনে করি আলোচনা করে সমস্যা সমাধান করতে পারবো। যুক্তরাষ্ট্রে আমরা রফতানি করি প্রায় ৬ বিলিয়ন ডলার। আর যুক্তরাষ্ট্র থেকে আমদানি করি ১.৭ বিলিয়ন ডলার। আমরা জিএসপি পেলে ভালো হতো, কিন্তু পাচ্ছি না। তবে আমরা সান্ত¡না পেতে পারি যুক্তরাষ্ট্র একটি বড় দেশ, আমরা তাদের অর্থনীতিতে কিছু অবদান রাখতে পারছি। এর আগে আওয়ামী লীগের সংসদ সদস্য অসীম কুমার উকিলের এক লিখিত প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, যুক্তরাষ্টের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের সুবিধা এখনও পাওয়া যায়নি। তবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম টিকফা কাউন্সিল চুক্তির অধীনে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশের সুবিধা লাভের জন্য প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর