May 20, 2024, 5:16 am

সংবাদ শিরোনাম
শাহপরাণ (রহঃ) থানা পুলিশের অভিযানে ১৯,৬০০ কেজি ভারতীয় চিনিসহ ০৩ জন গ্রেফতার উখিয়ায় রোহিঙ্গা শিবিরে অভিযানে ৪ আরসা সদস্য অস্ত্রসহ গ্রেফতার রাজধানীর ডেমরা এলাকা হতে আনুমানিক ছয় কোটি টাকা মূল্যমানের ৮৬০০ লিটার বিদেশী মদসহ ০৩ জন কুখ্যাত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ উলিপু‌রে পাঁচ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক কাউনিয়ায় (ব্লাস্ট) এর উদ্দোগে ধর্মীয় সম্প্রীতির উপরে আলোচনা সভা কুড়িগ্রামে ১ টাকায় ১০ টি পরিবেশ বান্ধব পাখা বিক্রি করছে ফুল জৈন্তাপুরে গভীর রাতে পুলিশের অভিযানে ৬১৫ বোতল মদ ৮ কেজী গাঁজা উদ্ধার রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকা হতে ডাকাতির প্রস্তুতিকালে ০৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ক্ষেতলালে কলেজ প্রতিষ্ঠাতার মৃত্যু বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার্কেল হিসেবে সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানার যোগদান

যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী ২৮ ও ২৯ ডিসেম্বর

ইয়ানূর রহমান,শার্শা (যশোর) প্রতিনিধিঃ

প্রতিকি ছবি

আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর যশোর ক্যান্টনমেন্ট কলেজের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী। এজন্য রেজিস্ট্রেশনের সময় সীমা বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে। সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, এমপি।সোমবার দুপুরে কলেজের হল রুমে এক সংবাদ সম্মেলনে একথা জানান কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল আমিনুর রহমান।তিনি বলেন, দুই দিন ব্যাপী এ অনুষ্ঠানে ২৮ ডিসেম্বর উদ্বোধন করবেন যশোর সেনানিবাস ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান। দ্বিতীয় দিন ২৯ ডিসেম্বর সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, এমপি, বিশেষ অতিথি থাকবেন স্থানীয় সরকার সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য এমপি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি।৫০ বছর পূর্তি অনুষ্ঠানে স্মরণীয় ও আনন্দময় করে তুলতে নানা অনুষ্ঠানের আয়োজনের কথা জানান আয়োজকরা।সংবাদ সম্মেলনে কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল আমিনুর রহমান আরও বলেন, রেজিস্ট্রেশনের সময় সীমা কলেজের প্রক্তন শিক্ষার্থীদের অনুরোধে ২০ নভেম্বর থেকে বাড়িয়ে ২৫ নভেম্বর করা হয়েছে।সংবাদ সম্মেলনে কলেজের উপাধ্যক্ষ ইকবাল কবীর মোগল সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ নভেম্বর ২০১৯/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর