March 28, 2024, 8:58 pm

সংবাদ শিরোনাম
মুন্সিগঞ্জ জেলার বৈখর এলাকা হতে ০৩টি দেশীয় অস্ত্র পাইপগান ফেনসিডিলসহ ০২ জন অবৈধ অস্ত্রধারী গ্রেপ্তার কুড়িগ্রামে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করলেন ভূটানের রাজা ৭২ হাজার জাল টাকাসহ চক্রের সদস্য গ্রেফতার পটুয়াখালীতে শ্রমীক লীগ সভাপতির বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ সুন্দরগঞ্জে সাজাপ্রাপ্ত আসামীসহ ৯ জুয়াড়ি গ্রেপ্তার র‍্যাব-৫, এর অভিযানে রাজশাহীর গোদাগাড়ী সীমান্তবর্তী দূর্গম চর হতে ১১০ গ্রাম হেরোইন উদ্ধার’ চিলমারীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত রংপুরে নিরাপদ খাদ্য সরবরাহে কতৃপক্ষের ব্যাপক অভিজান পীরগঞ্জের ১৫টি পরিবারের যাতায়াতের একমাত্র রাস্তা বন্ধ, মামলার রায় পেয়েও ১৭ মাস ধরে অবরুদ্ধ চট্টগ্রাম-কক্সবাজার রেলে কাটা পড়ে কিশোরীর মৃত্যু

যশোরের বাঁকড়ায় মরোন ব্যাধি করোনার মাঝেও সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার সম্রাট

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

মরণব্যাধি করোনা ভাইরাসের এই ভয়াবহ পরিস্থিতিতে বিশ্বের অধিকাংশ দেশের অবস্থা ভয়াবহ । প্রতিটি দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, বাড়ছে আক্রান্তের সংখ্যা ও মৃত্যুর মিছিল। মরণব্যাধি এ ছোঁয়াছুঁয় রোগের সংক্রমণ থেকে নিজেকে বাঁচাতে দেশের অনেক সরকারি ও বেসরকারি হাসপাতালের ডাক্তাররা এখন চেম্বার ছেড়ে হোম কোয়ারেন্টাইনে চলে গেছেন।এতে করে করোনার পাশাপাশি অন্যান্য রোগের আক্রান্ত রোগীরা তাদের তুলনামূলক চিকিৎসা সেবা অনেকাংশে পাচ্ছে না বললেই চলে কম পাচ্ছে। তবে এমন ভয়াবহ পরিস্থিতিতে বাঁকড়ায় তার নিজ বাসার সামনে বসে জিবনের ঝুঁকি নিয়ে নিয়মিত চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন,ডাঃ সম্রাট।তাদের মধ্যে এলাকার মানুষের ভালোবাসার টানে  প্রতি দিন বাসার সামনে বসে মানবিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন ডাঃ সম্রাট হোসেন১১তারিখ শনিবার বাঁকড়া সরকারি হাসপাতালে ডাক্তার সম্রাট হোসেনের সাথে কথা হলে তিনি বলেন, জাতির এই দুর্যোগময় দিনে জীবনবাজি রেখে বাঁকড়া অঞ্চলের জনগণকে চিকিৎসা সেবা দিয়ে যাবো ইনশা’আল্লাহ,জ্বর, সর্দি,কাশি হলে আতঙ্কের কোন কারণ নেই। কিভাবে জ্বর, সর্দি,কাশি রোগীদের চিকিৎসা করতে হয়, সে ব্যাপারে চিকিৎসা ক্ষেত্রে বিভিন্ন দিক নিদের্শনা রয়েছে।অতএব জ্বর, সর্দি,কাশি হলে ভয়ে বাড়ীতে বসে না থেকে ডাক্তারের পরামর্শ নিলে ভাল হয়।তাছাড়া অনেকে হোম কোয়ারেন্টাইন মানছে না। যদি হোম কোয়ারেন্টাইন যতাযত ভাবে না মানে তাহলে আশেপাশের কেউ করোনায় আক্রান্ত হলে সাথে সাথে নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং অন্যান্য দেশের ন্যায় জ্যামেতিক হারে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। তাই সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে কিছুদিন বাড়ীর বাহিরে না যাওয়ার আহবান জানান তিনি।তিনি আরো বলেন, বর্তমান সরকার এ ব্যাপারে কঠোর সচেতন রয়েছে এবং আগের তুলনায় করোনাভাইরাস পরীক্ষার ব্যবস্থা এখন অনেক তাড়াতাড়ি হচ্ছে।ডাঃ মোঃ সম্রাট হোসেন আরো বলেন জাতীর এই দুঃসময়ে যারা জীবনের ঝুঁকি নিয়ে মানবিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন তাদের উৎসাহিত না করে অনেকে বিভিন্ন হাসপাতাল ও ডাক্তারদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে মানুষকে বিভ্রান্ত করে যাচ্ছে,এইটা কিন্তু মোটে ও ঠিক না,উচিৎ তাদেরকে উৎসাহ দেওয়া।
প্রাইভেট ডিটেকটিভ/১১ এপ্রিল ২০২০/ইকবাল
Facebook Comments Box
Share Button

     এ জাতীয় আরো খবর